উৎসবজেলার খবরবিনোদন

অনুষ্ঠিত হল মুকুলিকা গানের স্কুলের আনন্দধারা নাট্য উৎসব ২০২৪

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মুকুলিকা গানের স্কুলের আনন্দধারা নাট্য উৎসব ২০২৪। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় প্রথম পর্বের দুদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল মধুসূদন কাটির মুক্তমঞ্চে উপস্থিত ছিলেন দুই শতাধিক দর্শক, প্রথম পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় শ্রী ভরতচন্দ্র কুন্ডু মহাশয় ,

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কালিপদ সরকার মহাশয় উপস্থিত ছিলেন সুভাষ চক্রবর্তী এবং বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনেরা ছিলেন সাংবাদিক শ্রী নীরেশ ভৌমিক মহাশয় এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমের সাংবাদিকরা।

প্রথম পর্বের দুদিনের নাট্য উৎসবে অনুষ্ঠানে পরিবেশিত হয় মোট পাঁচটি নাটক, নাটকগুলির প্রযোজনায় ছিলেন নেজাট ভাবনা, বারাসাত জাগরী, গোবরডাঙ্গা চিরন্তন, বিবেকবিথি শিশু শিক্ষা নিকেতন, এবং বাংলাদেশের গার্ডেন থিয়েটার।

সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সংগঠনের সম্পাদিকা শ্রীমতি অনিমা দাস, সঞ্চালনায় ছিলেন শ্রী চয়ন দাস । অনুষ্ঠানের সূচনা হয় মুকুলিকা গানের স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে।মুকুলিকা গানের স্কুল নাটক বা শিল্পকে নিয়ে গেছে সাধারণ দর্শকদের কাছে ।

দর্শকদের কাছে, পৌঁছে দিতে পেরেছে শিল্পকে। প্রথম পর্বের এই অনুষ্ঠানে অসংখ্য দর্শকদের উপস্থিতি অনুষ্ঠানের সার্থকতা নির্দেশ করে। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩০ এবং ৩১ শে মার্চ ২০২৪ মেদিয়া ছাত্র কল্যাণ সমিতির রবীন্দ্র মুক্ত মঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *