আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরবিনোদনশিক্ষা

“অমৃত মন্থনের প্রাক্-কথন” পরিবেশন করল মছলন্দপুর ইমন মাইম সেন্টার

নীরেশ ভৌমিক : মছলন্দপুর ইমন মাইম সেন্টার পরিবেশন করল তাদের প্রযোজনা “অমৃত মন্থনের প্রাক্-কথন”। ১৪ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় মছলন্দপুরের পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হয় এই প্রযোজনা।

ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক নাট্য উৎসব ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভারত রঙ্গ মহোৎসবের এবছরের বিশেষ আয়োজন বিশ্ব রেকর্ড তৈরির জন্য নাট্যশাস্ত্রের উপর একটি ছোট নাটক পরিবেশনের মাধ্যমে “বিশ্ব জন রঙ্গ”-এ অংশ নেওয়ার এই সুযোগ পেয়ে ইমনের বন্ধুরা ভীষণ আনন্দিত বলে পরিচালক ধীরাজ হাওলাদার জানান।

প্রযোজনায় আবহ সঙ্গীত যোগ করেন জয়ন্ত সাহা। অনুপ মল্লিক, বিষ্ণু রায়, সৃজা হাওলাদার, সীমা মাহেলী সহ মোট ১৯জন শিল্পী অংশগ্রহণ করেন। প্রজাপতি ব্রহ্মার নির্দেশে ভারত মুনির নাট্যশাস্ত্র রচনা

এবং প্রথম নাট্যনির্মাণের কাহিনী উঠে আসে এই নাটিকায়। এছাড়াও ১৬ফেব্রুয়ারি নাট্যশাস্ত্র প্রণেতা ভরত মুনির স্মরণ অনুষ্ঠান পালন করেন ইমনের বন্ধুরা।

এই অনুষ্ঠানে ভরত মুনি এবং নাট্যশাস্ত্র বিষয়ে আলোচনা করেন ধীরাজ হাওলাদার ও জয়ন্ত সাহা। অনুপ মল্লিক, পায়েল দে সহ ইমনের ছোট থেকে বড় সকলেই ভরত মুনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *