জেলার খবরবিনোদন

অশোকনগরে অনুষ্ঠিত হল হাবড়া নাট্য-মিলন গোষ্ঠীর থিয়েটার ওয়ার্কশপ

নীরেশ ভৌমিক : বিগত ৫ই জানুয়ারি,২০২৪ শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী ভারত সরকারের সহায়তায় অশোকনগর ভারতী বালিকা বিদ্যালয়ে তাদের স্কুল থিয়েটার ওয়ার্কশপের কাজ সম্পন্ন করেছে। সেইসঙ্গে সম্পন্ন করেছে স্বচ্ছ ভারত অভিযানের কাজও। সমগ্র প্রজেক্ট এর দায়িত্ব পালন করেছেন দলের পরিচালক দিলীপ ঘোষ।

সমস্ত কাজে সহায়তা করে মাধুরী ঘোষ,শ্রাবণী সর্দার,মলয় বিশ্বাস, বিউটি সর্দার, আকাশ বণিক,অজয় সর্দার,বাপী দাস। প্রথমে স্বচ্ছ ভারত অভিযানের কাজ সম্পন্ন করে,৫৩জন ছাত্রীকে নিয়ে কর্মশালার কাজ শুরু করেন দিলীপ বাবু। ছাত্রজীবনে নাট্য চর্চার কতটা গুরুত্বপূর্ণ , সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করেন দিলীপ বাবু।

এরপর সকল ছাত্রীদের দীর্ঘ সময় ধরে হাতেকলমে অনুশীলন করান।ছাত্রীরা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে উত্সাহিত হয়ে পড়ে।এমনটা দেখে প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকা গণ ভীষণ আপ্লুত হয়ে পড়েন। তাঁরা সিদ্ধান্ত নেন আগামীতে নাট্য প্রযোজনা তৈরি করতে বদ্ধপরিকর।এই কাজে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর সহযোগিতা একান্তভাবে কামনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *