জেলার খবরবিনোদন

আকাঙ্ক্ষার আয়োজনে রুফ টপ থিয়েটার ফেস্টিভাল ও মেরি মাটি মেরা দেশ উৎসব

নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙ্গা। এই গোবরডাঙ্গার তরুণ তুর্কি নাট্য দল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার আয়োজনে চলছে বর্ষ ব্যাপি জাতীয় রংবাহারী নাট্য মেলা ‘২৩-২৪। গত ১৩, ১৪ ও ১৫ ই আগস্ট তিনদিন ব্যাপী স্বাধীনতার ৭৭ বছর কে স্মরণে রেখে আয়োজন করা হয় মেরি মাটি মেরা দেশ উৎসবের।

১৩ ই আগস্ট রবিবার চক্রবর্তীনাচ প্রাঙ্গনে আকাঙ্ক্ষার নিজস্ব রুফটপে আয়োজন করা হয় রুফটপ থিয়েটার ফেস্টিবেল। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করেন অপর্ণা বিশ্বাস মহাশয়া। উদ্বোধনী নৃত্য পরিবেশনায় সংস্থার ক্ষুদে শিল্পী অহনা দেবনাথ। তারপর ছিল নাটক প্রিয়ম্বদার মৃত্যু। রচনায় আতিকুর রহমান সুজন ও নির্দেশনায় দীপাঙ্ক দেবনাথ। নাটকটির মূল বিষয়, একজন নাট্যপ্রেমী মানুষের জীবন যুদ্ধের কাহিনী।

অভিনয়ে ছিলেন কেয়া ঘোষ, অতনু রায়, ত্রিদিপ চক্রবর্তী অরণ্য সরকার।সাগর চক্রবর্তী, অঙ্কিতা সাধু ও অর্পিতা রায় । আবহে দীপাঙ্ক দেবনাথ এবং আলোক সজ্জা ও প্রেক্ষাপন সুজয় পাল। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের ছিল দেওয়াল চিত্র। বাহারি রঙের সাজে সেজে ওঠে চণ্ডীতলার রাস্তার পাশের দেওয়াল গুলি। দলের শিল্পীরা তাদের নিপুন কর্মদক্ষতার মধ্য দিয়ে সাজিয়ে তোলে এই রাস্তা । ১৫ ই আগস্ট জাতীয় পতাকা উত্তলন করেন সংস্থার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত। সংগীত পরিবেশন করে দলের সদস্য জয়ন্ত মন্ডল।

তারপর ছিল বৃক্ষরোপণ কর্মসূচি । চক্রবর্তীর নাচ নিজস্ব প্রাঙ্গনে বৃক্ষরোপনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় অঙ্গীকার করে সমস্ত সদস্যরা। এছাড়াও প্রতিটি গাছের সঙ্গে সতর্কমূলক বার্তা মানুষের উদ্দেশ্যে পৌঁছে দেন তারা। আকাঙ্ক্ষার সম্পাদিকা জানান , ” ১৫০ দিন ব্যাপী এই দীর্ঘ জাতীয় নাট্যমেলায় আমরা প্রায় ৫০ দিন অতিক্রম করেছি। আমাদের শিল্পীরা, এমন ভাবেই এগিয়ে চলুক এই আশা রইলো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *