আজ এটিএস একাডেমীর দ্বিতীয় ‘সেল্ফ-ডিফেন্স’ প্রোগ্রাম-২০২৫ এর প্রথম দিন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ বিকাল ৩টায় সাড়ম্বরে হেলেঞ্চা হাই স্কুলের ‘প্লে গ্রাউন্ডে’ অনুষ্ঠিত হল বাগদা ব্লকের অন্যতম ‘এটিএস একাডেমী’ পরিচালিত দ্বিতীয় ‘সেল্ফ-ডিফেন্স’ প্রোগ্রাম-২০২৫। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, হেলেঞ্চা কলেজের সু-যোগ্য অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশ,

স্বনামধন্য এটিএস একাডেমীর সভাপতি তথা বাগদার বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক তথা শিক্ষক অঘোর চন্দ্র হালদার, শিক্ষক বিষ্ণুবাবু, কলকাতার বিশিষ্ট তাইকন্ডো প্রশিক্ষক প্রদ্যুৎ বরন দাস, কলকাতার তাইকন্ডো প্রশিক্ষক সন্দীপ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক অনিরুদ্ধ কীর্ত্তনীয়া, উক্ত একাডেমীর তাইকন্ডের প্রাক্তন ছাত্রী পম্পা মন্ডল প্রমূখ।

প্রথমে অনুষ্ঠান মঞ্চে উক্ত অতিথিদের যথাযোগ্য মর্য্যাদায় ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে ব্যাচ, উত্তরীয় ও একাডেমীর নামাঙ্কিত মোমেন্ট প্রদানের মাধ্যমে বরন করে নেয় উক্ত একাডেমীর তাইকন্ডের ছাত্র-ছাত্রীরা। অতিথিদের বরন শেষে প্রদীপ প্রোজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

প্রদীপ প্রোজ্জ্বলন ও জাতীয় পতাকা উত্তোলন করেন যৌথভাবে, অনুষ্ঠানের প্রধান অতিথি হেলেঞ্চা কলেজের সু-যোগ্য অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশ, স্বনামধন্য এটিএস একাডেমীর সভাপতি তথা বাগদার বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা ও বিশিষ্ট সমাজ সেবক তথা শিক্ষক অঘোর চন্দ্র হালদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশ, একাডেমীর সভাপতি তথা সাংবাদিক উত্তম কুমার সাহা, সমাজ সেবক তথা শিক্ষক অঘোর চন্দ্র হালদার, সাংবাদিক অনিরুদ্ধ কীর্ত্তনীয়া প্রমূখ। বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে,

বর্তমান সময়ে ছাত্র-ছাত্রীদের সু-স্বাস্থ্য বজায় রেখে দুষ্কৃতীদের মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে ওঠতে ‘সেল্ফ-ডিফেন্স’এর পাঠ নেওয়ার কোন বিকল্প নেই। এরপর কলকাতার কোচের তত্ত্বাবধানে শুরু হয় অংশগ্রহণকারী প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা মূলক কর্মক্ষমতা প্রদর্শন।

আগামীকাল প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের সারাদিনের কর্মক্ষমতা প্রদর্শন শেষে তাইকন্ডের রীতি মেনে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের নাম ঘোষনা করবেন অতিথি প্রশিক্ষকগন। সর্বশেষ চূড়ান্ত বিজয়ী ছাত্র-ছাত্রীরা মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত থেকে মেডেল, ট্রফি ও ‘বিজয়ী সনদপত্র’ গ্রহন করবে বলে জানা গেছে।

পরিশেষে যে সত্যটা প্রকাশ না-করলে অন্যায় হবে সেটা হচ্ছে, এই এটিএস একাডেমীর স্বনামধন্য ট্রেনার যিনি জাতীয়, রাজ্য, জেলা পর্যায়ে অনুষ্ঠিত একাধিক মার্শাল আর্ট তথা ‘তাইকন্ডো’ প্রতিযোগিতায় তার একাডেমীর ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ করিয়ে অসংখ্য মেডেল জয়ের নেপথ্য নায়ক উক্ত একাডেমীর সুযোগ্য কোচ জহিরুল ইসলাম বিশ্বাস(ব্লাকবেল্ট)।

তিনি অতি সুনামের সাথে তাঁর ‘তাইকন্ডো যাদু’ দিয়ে এলাকাবাসীর মন জয় করে চলেছেন নিত্যদিন। যার ফলে এলাকার সাধারণ মানুষেরা বুঝতে সক্ষম হয়েছেন যে, তাঁদের স্কুল-কলেজগামী ছেলে-মেয়েদের বিশেষ করে মেয়ে সন্তানের জন্য ‘সেল্ফ-ডিফেন্স’ শেখার কোন বিকল্প নেই।








