ইফকোর উদ্যোগে দেগঙ্গায় খুচরো সার ব্যবসায়ীদের সভা

নীরেশ ভৌমিক : দেশের ঐতিহ্যবাহী এবংবৃহত্তম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোম্পানি লিঃ (IFFCO) এর উদ্যোগেগত ১৩ই এপ্রিল উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপায় খুচরো সার ব্যবসায়ীদের এক সর্ভী অনুষ্ঠিত হয়।

বেড়াচাপা সমবায় সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় ব্লকের বিভিন্ন এলেকা থেকে ৪২জন খুচরো সার ব্যবসায়ি উপস্থিত হন। সভায় ইফকোর জেলা প্রতিনিধি মিঃ রীতেশ ঝা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন

জানিয়ে ইফকোর যুগান্তকারী আবিষ্কার এবং কৃষি ও কৃষকের অত্যন্ত প্রয়োজনীয় ন্যানো ইউরিয়া সারের গুনমান এবং এই তরল সার জমি ও ফসলে ব্যবহারে পদ্ধতি বিশদে ব্যক্ত করেন।

সেই সঙ্গে ইফকোর সাগরিকা, বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ ও ফসলের উপকারী বিভিন্ন কীটনাশক ব্যবহারের বিষয়টিও তুলে ধরে মনোজ্ঞ বক্তব্য রাখেন এবং ন্যানো ডিএপি (তরণ) সার ব্যবহারে এলেকার কৃষকগনকে উৎসাহিত করতে উপস্থিত সার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।









