এজেন্সি নয,চাকরি চাই। এই স্লোগানকে সামনে রেখে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা বাগদা বাজারে।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : এজেন্সি নয়, বাংলার মানুষ চাকরি চাই। বর্তমান সময়ের বেশেষ গুরুত্বপুর্ণ এই স্লোগানকে সামনে রেখে আবারও বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগদা গ্রাম পঞ্চায়েতের বাগদা পুরাতন বাজারে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা।
এই সভায় তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা, বাগদার পঞ্চায়েত প্রধান অঞ্জলী রায়,পঞ্চায়েত প্রধান জাফর আলি,বয়রার পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল, রণঘাট পঞ্চায়েত প্রধান গনেষ রায়, আষাঢ়ু পঞ্চায়েত প্রধান সরস্বতী মুন্ডা, শ্রমিক নেতা গনেষ ঘোষ প্রমূখ।