এজেন্সি নয়, চাকরি চাই এই স্লোগানকে সামনে রেখে হেলেঞ্চা বাজারে মিছিল
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : এজেন্সি নয়, চাকরি চাই। এই স্লোগানকে সামনে রেখে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত সোমবার হেলেঞ্চা বাগদা বাজারে এক মিছিলের আয়োজন করা হয়। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদৃরের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত মিছিলে বিশিষ্ঠ তৃনমুল কংগ্রেস নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান চাইনা বিশ্বাস, কৃষ্ণপদ দাস, জয়ন্ত বিশ্বাস, প্রদীপ বিশ্বাস প্রমূখ।