এবরে ডিয়ার লটারীর প্রথম পুরস্কার বিজেতা হলেন,বাগদা ব্লকের মনোহরপুর গ্রামের লিটন বিশ্বাস
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আবারও বাগদা ব্লকে ডিয়ার লটারীর প্রথম পুরস্কার বিজয়ীর খবর পাওয়া গেল। এবারের ডিয়ার লটারীর প্রথম পুরস্কার বিজেতা হলেন বলে দাবী করেন, পশ্চিম বঙ্গের উত্তর ২৪পরগনা জেলার বাগদা ব্লকের মনোহরপুর গ্রামের নীহার কান্তি বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস। তার টিকিট নম্বর হল – 61G31277। আর এই ডিয়ার লটারী টিকিটের বিক্রেতা ছিলেন, বাগদার টেকের হাট, ভবানীপুরের শুভ বিশ্বাস।