আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

ঐতিহ্যময় লোক উৎসব অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের বানীপুরে

নীরেশ ভৌমিক : বানীপুর লোক উৎসব সারা পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যময় লোক উৎসব। আজ বছর বছর ধরেই তা শীর্ষ স্থান অধিকার করে আসছে।

এই উৎসব এর অঙ্গ হিসেবে অংশ গ্রহণ করাটাই একটা সৌভাগ্যমনে করা হয়ে থাকে।বানীপুর সুন্দরম ডান্স ইনস্টিটিউটশন এই লোক উৎসব এর অঙ্গ হিসেবেই তাদের নৃত্যের ডালি নিয়ে হাজির ছিলেন ৫ই জানুয়ারি রাত্রি ঠিক সাড়ে সাতটায় মূল মঞ্চে।

প্রায় পাঁচ হাজার দর্শক টানা ৪৫ মিনিট অনুষ্ঠানটি উপভোগ করেন। সুন্দরম এর কর্ণধার শ্রী সুজিত কর্মকার, তাঁর নিজস্ব উপস্থাপনা ও সংস্থার উপস্থাপনা ঐ দিনের র্সবশ্রেষ্ঠ উপস্থাপনার স্থান অধিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *