জেলার খবর

কনফারেন্স রুমের উদ্বোধন হেলেঞ্চা, ড. বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যলয়ে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের কনফারেঞ্জ রুমের শুভ উদ্বোধন হল ঘরোয় ভাবে হলেও বেশ উৎসবের আমেজে। আজ সকালে কলেজের ষ্টাফ পলাশ বাসুর হাত দিয়ে দ্বারের ফিতে কেটে সুদৃশ্য কনফারেঞ্জ রুমের উদ্বোধন করান কলেজটির রূপকার, সবার প্রানপ্রিয় অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস।

ড. দাস বক্তব্য দান কালেবলেন, কনফারেঞ্জ রুমের সার্বিক ডেকোরেশন ও সৌন্দর্য্যায়নের ব্যাপারে কলেজের ষ্টাফ পলাশ বাসুর ভূমিকা ছিল অপরিসীম, এই জন্য তার দিয়েই ফিতে কাঁটার ব্যাবস্থা করে তাকে সবার সামনে তার কাজের মুল্যায়ন করা হল।

পলাশ বাবুও বলেন, তার উপরে দেওয়া কাজের দ্বায়িত্ব যথাযত ভাবে পালন করার ব্যাপারে অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস মহাশয়ের প্রতি ক্ষনে ক্ষনে নেপথ্য তদারকির সাথে তার প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও নির্ভেজাল ভালোবাসা প্রদানের জন্য তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানটি কলেজের ঘরোয়া পরিবেশে হলেও কনফারেঞ্জ রুমের হাই ডেকোরেশন, অত্যধুনিক প্রজেক্টার, সাউন্ড সিস্টেম, উন্নত বসার ব্যাবস্থা, কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা, নন টিচিং ষ্টাফ,

সব মিলিয়ে একে বারেই ছিল অনবদ্য। আর তা মনে রাখার মতই। সর্ব্বপরি কলেজের সব কিছুই সর্ব্বাঙ্গীন সুন্দর হওয়ার ব্যাপারে কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাসের প্রশংসায় পঞ্চমুখ ছিল সকলেই।

এই উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের সকলের দাবী মেনে কলেজে অডিটোরিয়ামের কাজ আগামী ২\১ বছরের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *