কবি বিনয় এর জন্মদিনে কবি সম্মেলন ঠাকুরনগরে

নীরেশ ভৌমিক : গত ১৭ সেপ্টেম্বর ছিল ফিরে এসো চাকা কাব্যগ্রন্থের স্রষ্ঠা এবং রবীন্দ্র ও সাহিত্য একাডেমী পুরস্কারে ভূষিত বাংলা সাহিত্যের কালজয়ী কবি বিনয় মজুমদারের ৯২ তম জন্মদিন।

দিনটিকে স্মরণীয় করে রাখতে বিগত বছরগুলির মতো এবারও ঠাকুরনগরের কবি বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটি ও সাধারণ গ্রন্থাগার কর্তৃপক্ষ কবি সম্মেলন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।এদিন সকালে কবির বাসভবন অঙ্গনের শেষকৃত্য স্থলে স্মৃতি বেদীতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান কবির অনুরাগীগণ।

মধ্যাহ্নে কবি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কবির অনুরাগী বিশিষ্ট শিক্ষক গোবিন্দ ঘটক, শিক্ষক দীপক মিত্র, বিভাস রায় চৌধুরী, বৈদ্যনাথ দলপতি, আসিস কান্তি হীরা, ছিলেন বর্ষীয়ান কবি অনুপম দে, পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক প্রমূখ।

সকলেই কবির জীবনি ও তার কাব্য চর্চা এবং পাণ্ডিত্যের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন। কবি বিনয় এর অনুরাগী সদ্যপ্রয়াত দুই কবি তীর্থঙ্কর মৈত্র ও রাহুল পুরকায়স্থের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান। মধ্যাহ্নে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন।

কবির স্মরণে নিজেদেরই রচিত গান গেয়ে শোনান বিশিষ্ট কবি অমল মন্ডল, শুকলাল কীর্তনীয়া ও জয়ন্ত, আদিত্য রায়, স্বরচিত কবিতা পাঠে উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন, বিশিষ্ট কবি দীপক বালা, বিভা বসু, হরষিত রায়, অরুন দত্ত, প্রদীপ মিস্ত্রি, মন্দিরা চক্রবর্তী, বিপ্রতীপ দে,

কিশোর কবি গৌর মন্ডল, তাপস তরফদার, পাঁচুগোপাল হাজরা, ছিলেন অধ্যাপক ডঃ সুবীর সেন, রাজু সরকার, স্বপন বালা, প্রবীর হালদার প্রমুখ।কবিতা আবৃত্তি করে শোনান বর্ষিয়ান কবি ধীরাজ রায়, বক্তব্য রাখেন প্রয়াত কবি তীর্থঙ্কর মৈত্রের সহধর্মিনী গৌরী দেবী। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বিশিষ্ট আবৃত্তিকার সূর্যকান্ত সরকারের মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।











