আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরসভা ও সমাবেশসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।স্মরনসভা

কবি বিনয় মজুমদারের প্রয়াণ দিবসে কবি সম্মেলন ও নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ১১ ডিসেম্বর ছিল বাংলা সাহিত্যের কালজয়ী কবি বিনয় মজুমদারের ২০ তম প্রয়াণ দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে কবি বিনয় মজুমদার স্মৃতির রক্ষা কমিটি ও কবি বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগার কর্তৃপক্ষ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন সকালে কবির বাসভবন বিনয় সদনে কবির শেষকৃত্য স্থলে উপস্থিত কবির অনুগামী’গণ বেদী ও প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। কবির স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রোজ্জ্বলন করে দিনভর নানা অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সাহিত্যিক সুরঞ্জন প্রামানিক।

স্বাগত ভাষণের সভাপতি গোবিন্দ চন্দ্র ঘটক সমবেত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কবিকে স্মরণ এবং আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, অবসরপ্রাপ্ত শিক্ষক অনুপম দে, অধ্যাপক সুবীর সেন, সুভাষ রায়,

কবি বিপ্রতীপ দে, আশিস কান্তি হীরা, সত্যানন্দ গুহ প্রমূখ। উদ্যোক্তারা সকলকে উত্তরীয়, পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে কবির স্মৃতিকে ধরে রাখতে শুধু জন্ম-মৃত্যুর দিন নয়, সারা বছর ধরে কবির পাণ্ডিত্য এবং তার বিভিন্ন রচনা নিয়ে চর্চা করার আহ্বান জানান।

বিনয় অনুরাগী শিক্ষক ও সংগঠনের অন্যতম কর্ণধার দীপক মিত্র বলেন, কবির স্মৃতি বিজড়িত বিনয় সদনে সাহিত্য-সংস্কৃতি কেন্দ্র নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন। কবির স্মৃতিতে এদিন গুণী লেখকদের মধ্যে বার্ষিক পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। ২১ সাহিত্য সম্মান প্রদান করা হয় বিশিষ্ট কবি রণবীর দত্তকে।

‘চাকা’ সাহিত্য সম্মান লাভ করেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক দেবশ্রী চক্রবর্তী, নাট্যকার গুরুচাঁদ সরকার পুরস্কার পান বিশিষ্ট নাট্যকার শুভাশিস গঙ্গোপাধ্যায় এবং সদ্যপ্রয়াত কবি ‘তীর্থঙ্কর মৈত্র’ সাহিত্য সম্মানে ভূষিত করা হয় কবি রুমা তপাদারকে। এদিন মঞ্চ থেকে কবি দীপক বালা সম্পাদিত ‘চাকা’ সাহিত্য পত্রিকার ডিসেম্বর সংখ্যার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এছাড়া এদিন বর্ষিয়য়ান লেখক ও সাংবাদিক সত্যানন্দ গুহ প্রণীত ‘আর্য সভ্যতার ইতিহাস’ এবং বৈদ্যনাথ দলপতি সম্পাদিত ‘ভাবনার প্রজাপতি গুলি’ ও রুমা তপাদার লিখিত ‘জিভে প্রেম’ কাব্যগ্রন্থটির ও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

শিবেন মজুমদার, হরিদাস সরকার, দীপক বালা, দীপক মিত্র, বৈদ্যনাথ দলপতি ও সূর্যকান্ত সরকারের পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *