কাদপুরের সমবায় সমিতিতে কৃষক সভা অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া-২ ব্লকের কাদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় এক কৃষক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬০ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন।

সভায় স্বাধীন ভারতের প্রথম সার প্রস্তুতকারী সংস্থা ইফকোর ক্ষেত্র প্রবন্ধক রীতেশ ঝা সমবেত কৃষকদের সামনে ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের ব্যবহার, গুণাগুণ ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।

এছাড়া ইফকোর বায়োফার্টিলাইজার সাগরিকা, প্রাকৃতিক পটাশ এবং বিভিন্ন কীটনাশকের ব্যবহার ও প্রয়োজনীয়তা সম্পর্কে সভায় উপস্থিত কৃষকদের সবিস্তারে ব্যক্ত করেন। উল্লেখ্য, এদিনের এই কৃষক সভাকে ঘিরে উপস্থিত কৃষকদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।









