কালী পূজোতে গ্রামের সুরক্ষায় গ্রাম রক্ষা কমিটি বানানোর পরামর্শ ওসির
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার পুতুল সরকারের সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : আসন্ন কালীপুজোতে গ্রাম ফাঁকা করে কালী পূজো দেখতে না যাওয়ার বার্তা দিতে বাগদার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কুলিয়া গ্রামে সভা করলেন বাগদা থানার ওসি উৎপল সাহা।
তিনি উক্ত গ্রামবাসীদেরকে অনুরোধ করেন, গ্রাম একেবারে ফাঁকা করে কালী পূজো দেখতে যাবেন না। প্রয়োজনে গ্রাম রক্ষা কমিটি বানিয়ে নিজের গ্রামের সুরক্ষার দ্বায়িত্ব নিজেরাই নিন। এই সভায় বিশিষ্ঠ জনেদের মধ্যে উপস্তিত ছিলেন, বাগদা থানার ওসি উৎপল সাহা, এস আই দেবীদাস মূখার্জী, রণঘাট গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সম্রাট মন্ডল প্রমূখ।