জেলার খবররাজনৈতিক দলের খবর।

গুনীজনদের সম্বর্ধনা জ্ঞাপন আর গুনীজনদের আশির্ব্বাদে প্রানবন্ত হল বাগদার নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান শিক্ষক সঞ্জিত সর্দারের অভিষেক

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  হৃদয় নিঃড়ানো ভালবাসা আর গুনীজনদের নির্ভেজাল আশির্ব্বাদের মেলবন্ধন দৃঢ় করলো বাগদা ব্লকের ৮ নং বাগদা গ্রাম পঞ্চায়েত নবনির্বাচিত আদিবাসী প্রধান শিক্ষক সঞ্জিত সর্দার, পঞ্চায়েতের উপপ্রধান সুনিল পাল সহ সকল তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সদস্য সদস্যাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রানবন্ত হল আজ পঞ্চায়েত অভিষেক অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সমৃদ্ধ হয় ফুল, মোমেন্ট দিয়ে সম্বর্ধিত এলাকার অসংখ্য গুনীজন, প্রাক্তন পঞ্চায়েত প্রধান প্রধানাগন, সাংবাদিকগন সহ বাগদা পূর্ব ব্লক তৃনমুল কংগ্রেসের সুযোগ্য প্রেসিডেন্ট পরিতোষ কুমার সাহার গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে। স্থানীয় সঙ্গীত শিল্পীদের কন্ঠে পরিবেশিত মনকাড়া উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

উক্ত সভায় সম্বর্ধিত গুনীজন ও সাধারন মানুষের আশির্ব্বাদপুষ্ট বাগদা ৮নং গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার, উপপ্রধান সুনিল পাল সহ সকল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সকল সদস্য সদস্যারা আর্থ মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রেখে আন্তরিক ভাবে এলাকার মানুষের জন্যসেবামূলক কর্মকান্ড চালিয়ে যাবার জন্য অঙ্গীকারাবদ্ধ হন।

পঞ্চায়েত অভিষেকের শুভক্ষন যাদের নিরলস পরিশ্রমে প্রানবন্ত হল তাদের মধ্যে অন্যতম ছিল, বিষ্ণু বিশ্বাস, মিত্তুন হালদার, স্বপন শিকদার, শ্যামল সর্দার, মোহন দেবনাথ, অভিষেক বিশ্বাস, শুভেন্দু মন্ডল, বাপি বিশ্বাস, সুবাদ মন্ডল, গনেষ পাল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন কালু বিশ্বাস, বাপ্পা বিশ্বাস ও বিষ্ণু বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *