গাইঘাটার কাটাখালী আর পি বিদ্যালয়ে শ্রেণী কক্ষ ও মুক্ত মঞ্চের উদ্বোধন বিধায়কের
নীরেশ ভৌমিক : গত ৬ অক্টোবর গাইঘাটা পূর্ব চক্রের কাটাখালি আর পি বিদ্যালয়ের নবনির্মিত বেণি কক্ষ ও মুক্ত মঞ্চের উদ্বোধন হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নবনির্মিত শ্রেনী কক্ষের উদ্বোধন করেন বিধায়ক স্বপনবাবু স্বয়ং।
সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতি প্রেমী প্রধানা শিক্ষিকা সুনীতা দে (পাল) প্রদত্ত অর্থে বিদ্যালয় অঙ্গনে নবনির্মিত মুক্ত মঞ্চেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক শ্রী মজুমদার। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,
স্থানীয় ফুলসরা গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত প্রধান টুসি রায় সেন, স্থানীয় বকচরা সুস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অপর্ণা সাহা, প্রাপ্ত গাইঘাটা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিতা সদস্যা অপর্ণা মণ্ডল, বিশিষ্ট সমাজ কর্মী প্রবীর রায়, বিশ্বজিৎ ঘোষ, সম্রাট রায় প্রমুখ।
বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান, বিধায়ক শ্রী মজুমদারকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন শিক্ষিকা সুনীতা দত্ত। প্রধানা শিক্ষিকা সুনীতা দে (পাল) ও পড়ুয়াদের সমবেত কন্ঠের দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।
বিধায়ক স্বপনবাবু ছাত্র-ছাত্রী’গণ আয়োজিত পঠন-পাঠন মেলা ও মনোজ্ঞ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, পঞ্চায়েত প্রধান আজকের এই অনুষ্ঠান এবং সেই সঙ্গে পঠন-পাঠন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে ছোট-বড় পড়ুয়ারা সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন। শিক্ষার্থীদের ক্যারাটে প্রদর্শনী সকলের নজর কাড়ে। নানা অনুষ্ঠান ও বহু অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাটাখালি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত শ্রেণিকক্ষ ও মঞ্চের উদ্বোধন অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।