গাইঘাটার ডেওপুলের মিশন তপোবনের যোগ্যদানের উদ্বোধন মন্ত্রী শান্তনু ঠাকুরের

নীরেশ ভৌমিক: বনগাঁর সাংসদ ও কেন্দ্রের বন্দর জলপথ দফতরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের দেয় অর্থে গাইঘাটার ডেওপুল গ্রামের সমাজসেবি সংগঠন মিশন তপোবনে নির্মিত হয় শিশু উদ্যান ও অত্যাধুনিক টয়লেট।

গত ১৫ ডিসেম্বর অপরাহ্নে মিশনে এসে নবনির্মিত চিলড্রেন পার্ক ‘যোগ্যদ্যান’ এর উদ্বোধন করেন সাংসদ শান্তনু ঠাকুর স্বয়ং। পার্ক এর উদ্বোধন করে সাংসদ শ্রী ঠাকুর বলেন, আমি নিজেকে এই মিশন তপোবনেরই একজন সদস্য হিসাবে মনে করি।

মিশনের সার্বিক উন্নয়নে আমি সবসময়ই পাশে থাকবো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত মিশনের সদস্য স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ শিক্ষানুরাগী গ্রামবাসীগণ সাংসদ শান্তনু বাবুর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

মিশন তপোবনের প্রাণপুরুষ বিশিষ্ট শিক্ষাব্রতী সুভাষ মহন্ত বলেন, সাংসদ শ্রী ঠাকুরের সাংসদ তহবিলের দেয় ৩৩ লক্ষ টাকায় শিশু পার্ক, যোগ্যদান ও মিশন তপোবনের বিদ্যামন্দিরের পড়ুয়াদের জন্য আধুনিক শৌচালায় নির্মিত হয়েছে।

আগামীতে মিশনের ২৫ বিঘা জমিতে মিশন পরিচালিত বিদ্যামন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে। কোন ঠিকাদার দিয়ে নয়, আমরা নিজেরাই কাজ করিয়েছি বলে জানান শিক্ষাব্রতী সুভাষ বাবু।

এদিনের উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন তপোবনের প্রধানা শিক্ষিকা পম্পা রায়, সমাজকর্মী চন্দ্রকান্ত দাস, শিক্ষানুরাগী নশিনী রঞ্জন সানা, মিহির দে, কমল বৈদ্য, জয়দেব চ্যাটার্জী, অগ্নিশ্বর সরকার, অজিত গাঙ্গুলী, মনতোষ সরকার সহ আরোও অনেকে।

সকলেই সুস্থ দেহ, সুস্থ মন এবং সেই সঙ্গে এলাকায় শিক্ষায় প্রসারে মিশন তপোবন কর্তৃপক্ষের বিভিন্ন কর্ম পরিকল্পনার সাফল্য কামনা করেন।







