গাইঘাটার মধুসূদনকাটি সমবায় ইফকোর কৃষি ও সার বিষয়ক আলোচনা সভা
নীরেশ ভৌমিক : স্বাধীন ভারত এর প্রথম এবং সর্ববৃহৎ সারপ্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় কৃষি ও সার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হল গত ৮ ডিসেম্বর গাইঘাটার মধুসূদনকাটি সমবায়ের সভাগৃহে। সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ইফকোর ভারতবর্ষের পূর্বাঞ্চলের ডিরেক্টর শুভ্রজিৎ পাধি, স্টেট মার্কেটিং ম্যানেজার পশ্চিমবঙ্গ, মিঃ প্রকাশ দত্ত, ছিলেন মধুসূদন কাটি সমবায়ের চেয়ারম্যান বর্ষিয়ান কালিপদ সরকার ও সম্পাদক দেবাশিস বিশ্বাস প্রমুখ।

সভাপতি কালিপদ বাবু তাদের সমবায়ের এ ধরনের একটি কৃষি বিষয়ক আলোচনা সভার আয়োজন করায় ইফকো কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। সমিতির পক্ষ থেকে বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করা হয়। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলা থেকে আগত বিভিন্ন সমবায়ের প্রতিনিধিগণকেও প্রস্ফুটিত গোলাপে স্বাগত জানানো হয়। নদীয়া জেলার প্রতিনিধিগণ সেখানকার বিখ্যাত কৃষ্ণনগরের মাটির তৈরি দুর্গা মূর্তি মিঃ পাধি ও শ্রী দত্তের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

বিশিষ্ট ব্যক্তিগণ কর্তৃক মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত সেমিনার এর সূচনা হয়। শুরুতেই ইফকোর অন্যতম ক্ষেত্র প্রবন্ধ রিতেশ ঝা ইফকোর তৈরি বিভিন্ন সার কীটনাশকের গুনাগুন এবং সেই সঙ্গে ইফকোর যুগান্তকারী আবিষ্কার ডিএপি ও তরল সারের ব্যবহার এবং সুফল পাওয়ার কথা বলেন। সেই সঙ্গে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহারে জমির উর্বরতা বৃদ্ধির কথা ও স্মরণ করেন। এদিন পর্দায় আলোকচিত্রের মাধ্যমে ভারতের সার ও কৃষির পরিস্থিতি এর সার ব্যবহারের পরিবর্তিত চিত্র তুলে ধরা হয়।

দুটি ট্রেতে কৃষক পদ্ধতিতে চাষ ও ইফকো নানো ডিএপি দ্বারা বীজ শোধন করে চাষের মাধ্যমে তৈরি চারা গাছ ও ফসলের তারতম্য উপস্থিত সকলের নজর কাড়ে। ড্রোনের মাধ্যমে তরল সার ও কীটনাশক ছড়ানোর বিষয়টিও ফিল্ড ম্যানেজার রীতেশজীর বক্তব্যে উঠে আসে। প্রাচীন আরজিবি সদস্য অমল বিশ্বাস সহ অন্যান্যরা ইউরিয়া ১০-২৬ ওডিআইপি সার সরবরাহের অপ্রতুলতা ব্যক্ত করে অবিলম্বে স্যার সরবরাহের দাবি জানেন। ডিরেক্টর মিঃ পাধি বলেন, জেলায় মজুত সার শেষ হলে সার অবশ্যই মিলবে।

ইফকোর সিনিয়র মার্কেটিং ম্যানেজার শ্রী দত্ত কৃষি ও কৃষকের কল্যাণে মধুসূদনকাটি সমবায় সমিতির ভূয়সী প্রশংসা করেন। এদিনের কৃষি বিষয়ক সেমিনারে উপস্থিত বিভিন্ন সমবায়ের প্রতিনিধিগণের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।









