জেলার খবর

গাইঘাটার সিংজোলে নামযজ্ঞ স্বেচ্ছা রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গাইঘাটা থানার সিংজোল দক্ষিণ পাড়া রাধাগোবিন্দ মন্দির উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় মন্দির প্রাঙ্গণে গত ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি সাড়ম্বরে অনুষ্ঠিত হয় অষ্টম প্রহর নাম সংকীর্তন ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন কলকাতার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীগণ। রক্তদাতার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

৯ ফেব্রুয়ারি অপরাহ্নে নবদ্বীপের স্বামী নবব্রত মহারাজের কন্ঠে ভাগবত পাঠ এবং সন্ধ্যায় ব্রজগোপী সম্প্রদায়ের অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে ৪ দিন নানা ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তনে উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার ছয়টি নাম গানের দল নাম-গান পরিবেশন করেন। দ্বিতীয় দিন নবদ্বীপ ইসকনের বিদেশী ভক্ত সহযোগে পরিবেশিত নাম সংকীর্তন এলাকায় বেশ সাড়া ফেলে। এদিন নদীয়ার ব্রজ বালিকা সম্প্রদায়ের রাসলীলা সম্ভবত ভক্তজনদের মুগ্ধ করে। মন্দির ও ভোগরাগ পরিচালনায় শ্রী গোপাল গোস্বামী সম্প্রদায়ের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গ্রামবাসী সহ মন্দিরের সকল ভক্তগণ।

১১ ই ফেব্রুয়ারি নামযজ্ঞ শেষে নগর পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে গ্রামবাসীগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। সন্ধ্যায় বাসুদেব রাজবংশীও সহ সম্প্রদায় পরিবেশিত বাউল সংগীতানুষ্ঠান এবং শেষ দিনে প্রখ্যাত পদাবলী গায়ক প্রদীপ পাল পরিবেশিত পদাবলী কীর্তন গান সমবেত শ্রোতৃ মন্ডলীর মন জয় করে। শেষ দিনে রক্তদান উৎসব ছাড়াও ছিল বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনা পারিশ্রমিকে দুস্থ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

দুঃস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ ও দেওয়া হয়, ছিল ইসিজি করার ব্যবস্থাও। ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান উৎসবে ঘিরে আপামর সিংজল গ্রামবাসীগণের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উদ্যোক্তারা জানান, শুধু সিংজলবাসী নয় আশে পাশের গ্রামের মানুষজনও এই অনুষ্ঠান ও উৎসবকে সার্থক করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *