জেলার খবর

গাইঘাটা থানা মার্কেটিং কো-অপারেটিভের সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তিতে অনুষ্ঠান গৃহের উদ্বোধন

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, এলাকার কৃষিজীবী ও সাধারণ মানুষের সেবায় ১৯৭৩ সালে পথ চলা শুরু হয়েছিল গাইঘাটা থানা এগ্রিকালচারাল প্রাইমারি মার্কেটিং, কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর। সমিতির পথ চলার পঞ্চাশ বৎসরকে স্মরণীয় করে রাখতে চাঁদপাড়ায় মার্কেটিং এর কার্যালয় সংলগ্ন অঙ্গনে নব নির্মিত দুটি অনুষ্ঠান গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন হলো গত ২৩ ফেব্রুয়ারি।

এদিন সকালে সমবায় ইউনিক ১ এবং ইউনিক ২ এর দ্বার উদ্ঘাটন করেন যথাক্রমে সমিতির সম্পাদক অমল কুমার বিশ্বাস ও সহ-সভাপতি সমীর কুন্ডু। উপস্থিত ছিলেন সমিতির কর্মদ্যোগী ম্যানেজার সুখেন ভট্টাচার্য। প্রদীপ প্রজনন ও ফিতে কেটে অনুষ্ঠান গৃহ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, ছিলেন বনগাঁ দক্ষিণের ভুতপূর্ব বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস,

পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইলা বাগচি, কর্মাধ্যক্ষ তাপসী ঘোষ, শ্যামল সরকার, কালিপদ বিশ্বাস, বিষ্ণুপদ ঘোষ, সদস্য অঞ্জনা বৈদ্য, জেলা পরিষদ সদস্য পম্পা বিশ্বাস, গাইঘাটা থানার ওসি বলাই ঘোষ, চাঁদপাড়া বাজার কমিটির সম্পাদক মুকুল সাহা, সদস্য গীতেশ রঞ্জন ঘোষ, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস ও বনগাঁ মহাকুমা এম আর ডিলার্স

অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সমাজকর্মী কপিল ঘোষ, অজিত রায় এবং সমবায় আধিকারিক শঙ্কর মজুমদার ও প্রলয় বিশ্বাস প্রমূখ। সমবায়ের কর্মীগণ উপস্থিত সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন।

স্বাগত ভাষণে সমিতির সম্পাদক অমল বিশ্বাস উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমিতির ৫০ বছরের ইতিবৃত্ত তুলে ধরেন। পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস তার বক্তব্যে বলেন, নানান সমস্যাকে জয় করে গাইঘাটা মার্কেটিং কো-অপারেটিভ সাধারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছে।

প্রাক্তন বিধায়ক সুরজিৎবাবু এলাকার সাধারণ সাধারণ মানুষ ও প্রান্তিক চাষীদের স্বার্থে ব্যাংকিং পরিষেবা চালুর পরামর্শ দেন। কপিল ঘোষ বলেন ৫০ বছরে এই মার্কেটিং কো-অপারেটিভ মহীরুহে পরিণত হয়েছে। ডিলার্স অ্যাসোসিয়েশনের মহাকুমা কমিটির সম্পাদক প্রদীপবাবু তার বক্তব্যে গাইঘাটা মার্কেটিং এর অতীত স্মরণ করে ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেন।

ব্লকের পূর্বতন সমবায় আধিকারিক প্রলয় বিশ্বাস সমিতির চাঁদপাড়া ও গাইঘাটায় যে জায়গা আছে সেখানে তিনি কোল্ড স্টোর নির্মাণের প্রস্তাব দেন। বক্তব্য রাখেন সিডিও শঙ্কর মজুমদার ও জলেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী সাহা, সমাজকর্মী স্বপন দাস, তাপস সাহা ও শিক্ষক গৌতম দাস প্রমুখ।

সমিতির কর্মদ্যোগী সম্পাদক অমলবাবু তার বক্তব্যে সমিতির শ্রষ্ঠা প্রয়াত রাধাপদ বিশ্বাস, বিনয়ভূষণ ভদ্র, ক্ষীরোদ সাহা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সঙ্গে জানান, ২০১৫ সালে যখন আমরা এই সমিতির দায়িত্বভার গ্রহণ করি, তখন সমিতির লক্ষ লক্ষ টাকা ঋণ ছিল।

আমরা কমিটির সকল সদস্য, কর্মচারীগণের যৌথ প্রয়াসে সমিতির হাল ঘোরাতে সক্ষম হই। ধীরে ধীরে সমিতি কৃষকের প্রয়োজনীয় সার, কীটনাশক সহ সাধারণ মানুষজনের প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় ছাড়াও রেশনের মাল সরবরাহ, ধরমকাঁটা বা ওয়ে ব্রিজ নির্মাণ এবং পরিশেষে দুটি অত্যাধুনিক অনুষ্ঠান গৃহ নির্মাণ সম্ভব হয়েছে। সমিতি এখন লাভের মুখ দেখছে।

অমলবাবু বলেন, তাদের এই সাফল্যের পেছনে পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাসের সহযোগিতা ছিল যথেষ্ট। সমিতির সুবর্ণজয়ন্তী বর্ষে কর্মীদের দাবি মেনে সম্পাদক অমলবাবু আগামী মাস থেকে কর্মচারীগণের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলে উপস্থিত সকলে তাকে করতালিতে ধন্য করেন। অন্যতম কর্মী অভিজিৎ ঘোষের সঞ্চালনায় গাইঘাটা মার্কেটিং আয়োজিত এদিনের সভা ও অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *