জেলার খবররাজনৈতিক দলের খবর।শোক সংবাদ

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট জননেতা গোবিন্দ দাসের জীবনাবসান

নীরেশ ভৌমিক : ১৯ ডিসেম্বর সকালে প্রয়াত হন গাইঘাটার বিশিষ্ট জননেতা ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির ভূতপূর্ব সভাপতি ও বর্তমানে সহ-সভাপতি গোবিন্দ দাস(৭২ বৎসর)। এদিন প্রয়াত গোবিন্দ বাবুর জ্যেষ্ঠ পুত্র শীর্ষেন্দু দাস জানান, এদিন সকালে বাবা চা-বিস্কুট ও একটু ছানা খাবার কিছু পরে অসুস্থ্য হয়ে পড়েন।

সঙ্গে-সঙ্গে তাকে স্থানীয় চাঁদপাড়া ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (ঠাকুরণগড় হাসপাতাল) নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমাজ মাধ্যমে গোবিন্দবাবুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গাইঘাটা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগনিত মানুষজন হাসপাতালে তাঁকে শেষ দেখা দেখতে হাসপাতালে এসে উপস্থিত হন।

উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, তৃনমূল নেতা রাজীব দত্ত, পরে আসেন জেলা তৃণমূল নেতৃত্ব বিশ্বজিৎ দাস, নারায়ণ ঘোষ, দলের ব্লক সভাপতি শিক্ষক শ্যামল বিশ্বাস সহ আরোও অনেকে ।

দলনেতার আকর্ষণিক প্রয়াণে সকলের মধ্যেই শোকের ছায়া নেমে আসে।’ কলেজ জীবনে জাতীয় কংগ্রেসের অনুগামী ছাত্র সংগঠন ছাত্রপরিষদের সক্রিয় সদস্য হিসেবে কংগ্রেস রাজনীতিতে যোগদান, পরে • কংগ্রেস ভেঙ্গে তৃনমূল কংগ্রেস তৈরি হলে গোবিন্দবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ক্রমেই তিনি গাইঘাটা ব্লকের নেতৃত্বে চলে আসেন।

জেলার দলীয় রাজনীতিতেও তিনি ছিলেন তাঁর ভূমিকা ছিল যথেষ্ট। এলেকার বিভিন্ন ক্লাব। সংগঠনের সাথে ও ছিল নিবিঢ় যোগাযোগ। এদিন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি.এম. ও .এইচ ডাঃ সুজন গাইন সহ হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মীগন প্রয়াত গোবিন্দ বাবুর মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর তার বসতবাড়ি হয়ে শোক মিছিল- ঢাকুরিয়ার দলীয় কার্যালয় হয়ে তাঁর পূর্বতন বাসস্থান বকচরা গ্রাম ঘুরে চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী, আনন্দ সংঘ, চৌরঙ্গী ক্লাব হয়ে চাঁদপাড়ার ব্লক দলীয় কার্যালয় হয়ে ব্লক অফিসে গেলে সেখানে সভাপতি ইলা দেবী ও বিডিও নীলাদ্রি সরকার

ও কর্মী সংগঠনের পক্ষ থেকে মরদেহে ফুল-মালা অর্পন করে, শোক শ্রদ্ধা জানানো হয়। পরিশেষে সন্ধ্যায় বনগায় খয়রা মারি, শ্মশানে বহু মানুষের উপস্থিতিতে- প্রয়াত জননেতার শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *