জেলার খবরবিনোদন

গোবরডাঙা নাবিক নাট্যমের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ২৮শে মে নাবিক নাট্যমের নিজস্ব মহলা কক্ষে উদযাপিত হল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। দলের সমস্ত কলাকুশলী, শিশু কিশোর নাট্য কর্মশালার সকল ছাত্রছাত্রী ও একঝাঁক বহিরাগত শিল্পীদের নিয়ে মহসাড়ম্বরে উদযাপিত হল এই দিনটি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দত্তপুকুর দৃষ্টি নাট্যসংস্থার প্রধান মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য্য মহাশয়,নাট্যায়ন নাট্যসংস্থার নমিতা বিশ্বাস, মছলন্দপুর ইমন মাইমের কর্ণধার ধীরাজ হাওলাদার,মুকুলিকা গানের স্কুলের আস্তিক মজুমদার ও অনিমা মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুণিজনেরা ও নাট্য ব্যক্তিত্বরা।

মহলা কক্ষ সংলগ্ন রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনূষ্ঠানের শুভ সূচনা করেন দত্তপুকুর দৃষ্টির বুদ্ধদেব ভট্টাচার্য্য । এরপর দলের সভাপতি জীবন অধিকারী তার সুভাষনে সমস্ত কলাকুশলী ও দর্শকদের স্বাগত জানান। দলের প্রতিষ্ঠাতা মাননীয় সোমনাথ রাহা রবীন্দ্র-নজরুল স্মৃতি চারণ করেন।

মাননীয় ধীরাজ হাওলাদার এই অনুষ্ঠানের গুরুত্ব বিশ্লেষণ করেন। এরপর শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান, শুরুতেই মুকুলিকা গানের স্কুলের অনিমা মজুমদার একটি অসাধারণ গল্প পাঠ করেন, এরপর দলের শিশুকিশোর বিভাগের সমস্ত ছাত্রছাত্রীরা তাদের এই নির্ধারিত দিনের জন্য প্রস্তুত করা নাচ, গান, আবৃত্তি উপস্থাপন করে।

বহিরাগত শিল্পীদের মধ্যে দেবিকা ব্যানার্জী ও নবনীতা ব্যানার্জী অসাধারণ রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি পরিবেশন করে তাদের গান দর্শকদের মুগ্ধ করে। নমিতা বিশ্বাস দুটি অসাধারণ নজরুল গীতি পরিবেশন করে। খুদে শিল্পী ঝিলম রায়ের নৃত্য সবাইকে মুগ্ধ করে। মছলন্দপুর ইমন মাইমের সৃজা হাওলাদার একটি অসাধারণ নৃত্য পরিবেশন করেন।

এছাড়াও দেবাদৃতা ঘোষের নাচ ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানের শেষ পর্বে দলের সদস্য সৌরজতি অধিকারী তিনটি অসাধারণ গান গেয়ে দর্শকদের আবারও মুগ্ধ করে। সবশেষে দলের সভাপতি জীবন অধিকারী তার কণ্ঠে একটি অসাধারণ নজরুল গীতি গেয়ে সকলের মন জয় করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *