উৎসবজেলার খবরবিনোদন

গোবরডাঙ্গায় থিয়েটার জোনের নাট্যোৎসবে মঞ্চস্থ হলো ১২ টি নাটক

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার অন্যতম নাট্য দল নকসা পরিচালিত সংস্কৃতি কেন্দ্রে গত ২২-২৪ মার্চ মহাসমারোহে অনুষ্ঠিত হয় খড়দহ থিয়েটার জোনের আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে আয়োজিত নাট্যোৎসবে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, আসাম, জম্মু-কাশ্মীর ছাড়াও বাংলাদেশের কুমিল্লা গার্ডেন থিয়েটার এবং রাজধানী ঢাকার সপ্তর্ষি থিয়েটার তাদের নাটক মঞ্চস্থ করে।

নাট্যোৎসব আয়োজক সংস্থা থিয়েটার জোনে তিন খানি নাটক মঞ্চস্থ হয়।উদ্যোক্তারা প্রতিদিন নাটক শুরু হওয়ার পূর্বে উপস্থিত গুনীজনদের শীতবস্ত্র ও স্মারক উপহারে বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন। থিয়েটার জোনের কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তপন দাস সকলকে অভিনন্দন জানান।

অন্যতম সদস্যা প্রভা দাস বিশিষ্টজনদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।উৎসবের শেষ দিনে উদীয়মান সংগীত শিল্পী সৌরজ্যোতি অধিকারীর লোকসংগীত এর অনুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মণ্ডলীকে মুগ্ধ করে।

এদিন জম্মু-কাশ্মীর থেকে আগত স্বনামধন্য অভিনেতা লাকি গুপ্তা তাঁর একক অভিনয়ে সমৃদ্ধ ‘মা মুঝে টেগোর বনা দে’ নাটকটির ১৪০৩ তম অভিনয় সম্পন্ন করেন। এদিন থিয়েটার জোন প্রযোজিত এবং তপন দাস নির্দেশিত মঞ্চ সফল নাটক ‘ফ্রিডম’ সমবেত দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে।

উৎসবে ‘বাংলা থিয়েটারের পরিবর্তন দরকার আছে কি নেই’ -বিষয়ের উপরে আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব’গণ। সবকিছু মিলিয়ে খড়দহ থিয়েটার জোন অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক নাট্য উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *