গোবরডাঙ্গায় সাড়ম্বরে শুরু হলো ৩৬ তম শিল্পাঞ্জলি উৎসব
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, নাটক ও সংস্কৃতির শহর গোবরডাঙ্গার অন্যতম সাংস্কৃতিক সংগঠন খাঁটুরা শিল্পাঞ্জলি আয়োজিত ৩৬ তম বার্ষিক শিল্পাঞ্জলি উৎসব শুরু হল গোবরডাঙ্গার পৌর টাউন হলে। গত ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যায় নবনির্মিত ডাউন হলের সুসজ্জিত আলোকোজ্জ্বল মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত উৎসবের সূচনা করেন গোবরডাঙ্গার পৌরপতি শংকর দত্ত।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংগীত ও নাট্য একাডেমীর সদস্য-সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, বিশিষ্ট নাট্য গবেষক অংশুমান ভৌমিক, পুতুল নাচের কারিগর সুদীপ গুপ্ত ও গোবরডাঙ্গা থানার ওসি অসীম পাল। সংস্থার সদস্যগণ মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনদের বরণ করে নেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ সুদীর্ঘ ৩৬ বছর যাবৎ সুস্থ-সংস্কৃতিক চর্চা ও প্রসারে শিল্পাঞ্জলির প্রয়াসকে সাধুবাদ জানান। পৌর প্রধান শংকর দত্ত গোবরডাঙ্গা নাট্যদল গুলোকে টাউন হলে নাটক করার আহ্বান জানান।এদিন শুরুতেই সংস্থার সদস্যা সোমা বিশ্বাস মজুমদারের পুতুল নৃত্য সমবেত দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে।
শিল্পাঞ্জলি শিল্পীগন পরিবেশিত নৃত্যানুষ্ঠান ভারতনাট্যম কত্থক, পুতুল নাটক দুই বন্ধু ও অরণ্য রোদন এবং নৃত্যনাট্য চন্ডাল কন্যা উপস্থিত দর্শক সাধারনের মনোরঞ্জন করে।
আমন্ত্রিত শ্রীরামপুর তপস্যার নৃত্যানুষ্ঠান ও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে আগত সত্যনারায়ণ পুতুল নাট্য সমাজের নৃত্যনাট্য ‘বিরহী’ সকলের ভালো লাগে। উদ্যোক্তারা এদিন আমন্ত্রিত ৪ জন সাংবাদিককেও বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।
সংস্থার কর্ণধার মলয় বিশ্বাস জানান, আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি স্থানীয় শিল্পায়ন স্টুডিও থিয়েটারে পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান গুলি সম্পন্ন হবে। এদিনের অনুষ্ঠানে দর্শকাসনে এলাকার বহু বিশিষ্ট জনের উপস্থিতি চোখে পড়ে।