গোবরডাঙ্গার ষ্টুডিও থিয়েটারে সাড়ম্বরে অনুষ্ঠিত হল আঁকেটা নাট্যমেলা -২০২৩
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, নাটকের শহর গোবরডাঙ্গার ষ্টুডিও থিয়েটারে গত ২৫শে মার্চ সন্ধ্যায় মঙ্গলদীপ প্রোজ্বলন করে দুদিন ব্যাপী আয়োজিত চাঁদপাড়া আঁকেটা নাট্যমেলা -২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোবরডাঙ্গার নাট্যমোদি পৌরপ্রধান শঙ্কর দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ নাট্য ব্যাক্তিত্ব শ্যামল দত্ত, আশীষ পাল, নাট্যরসিক প্রবীর রায় (মনা দা ), সুতপেশ চক্রবর্তী, কপিল ঘোষ, বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী কালিপদ সরকার, ছিলেন হাবড়া ও গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত পুলিশ
আধিকারিক সংস্কৃতিপ্রেমী অরিন্দম মুখার্জী ও অসীম পাল ও বিশিষ্ট নাট্যভিনেতা ও পরিচালক নারায়ণ চক্রবর্তী প্রমুখ। চাঁদপাড়া আকেটার কর্ণধার সুভাষ চক্রবর্তী উপস্থিত সকলকে স্বাগত জানান, সংস্থার সদস্যগণ সকল বিশিষ্টজনদের উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন।
এদিন বিশেষ সংবর্ধনা ও একেটো সন্মাননা -২০২৩ জ্ঞাপন করা হয় বিশিষ্ট সাংবাদিক নাট্য সমালোচক বিপ্লব কুমার ঘোষ কে। বিশিষ্টজনেরা সকলে তাঁদের বক্তব্যে চাঁদপাড়া আঁকেতো সংস্থা ও তাঁর পরিচালক সুভাষ চক্রবর্তীর নাটক সহ সুস্থ সংস্কৃতির চর্চায় বছরভর নিরলস প্রয়াসকে সাধুবাদ জানান।
এদিন শুরুতেই তরুণ বংশীবাদক শিবম ঢালীর বাঁশির সুর উপস্থিত সকলকে মুগ্ধ করে। একেটোর কনিষ্ঠ সদস্যা স্কুল ছাত্রী স্বরলিপি চক্রবর্তী অভিনীত দেশাত্ত্ববোধক নাটিকা ” ঝাঁসির রানী ” সমবেত দর্শকমন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে।
বেলঘরিয়া রম্বস প্রযোজিত রুদ্ধশ্বাস নাটক ‘আতোতায়ী ‘ এবং চাঁদপাড়া একেতো সংস্থা প্রযোজিত তেভাগা আন্দোলনের পটভূমিকায় দর্শক প্রশংসিত নাটক ‘পাকে বিপাকে ‘ দর্শকমন্ডলীর মন জয় করে।
দ্বিতীয় দিন শুরুতে একেতো প্রযোজিত সুভাষ চক্রবর্তী পরিবেশিত একক নাটক ‘হারায়ে খুঁজি ‘ দর্শকদের মনের মনিকোঠায় স্থান করে নেয়। সবশেষে নাবিক নাট্যম প্রযোজিত মঞ্চসফল নাটক ‘লাঠি ‘ দর্শকদের প্রশংসা লাভ করে।