গোবরডাঙ্গা নকসার প্রযোজনায় মঞ্চস্থ হল মঞ্চ সফল নাটক ‘ছোট ছোট বড়রা’

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, নাটক যে কতটা শিল্প হয়ে উঠতে পারে, তার প্রমাণ মিলল নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাট্যদল নকসা প্রযোজিত মঞ্চ সফল নাটক ‘ছোট ছোট বড়রা’ নাটকে। স্বনামধন্য নাট্যনির্দেশক দেবাশিষ রায়ের নির্দেশনায় নাটকটি প্রথম মঞ্চস্থ হয় নকসার দশম জাতীয় নাট্যোৎসবে।

প্রথম দর্শনেই নাটকটি ছোট-বড় সকল দর্শকের মনের মনিকোঠায় স্থান করে নেয়। গত ১৪ জানুয়ারি ফের নাটকটি মঞ্চস্থ হয় নকসা পরিচালিত গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রের বিচিত্রায়। সওয়া ঘন্টার পরিবেশিত রুদ্ধশ্বাস নাটকটি সমবেত সকল দর্শককে মুগ্ধ করে। মুখ্য ভূমিকায় বিশিষ্ট অভিনেত্রী ভূমিসুতা দাস থাকলেও, নাটকটির বাকি ১১ জন কুশীলবের অভিনয়ও প্রশংসা দাবি রাখে।

নাটকটিতে ছোট থেকে বড় হওয়া, অতীতকে ফিরে দেখা, মামীর অনাদর, মামার স্নেহ, পড়াশোনা, জীবিকা নির্বাহ, প্রেম-ভালোবাসা সবকিছুই সুন্দরভাবে ফুটে উঠেছে। সিরিয়াস নাটক হলেও রয়েছে জমজমাট নৃত্য ও সুমধুর সংগীত। শুধু আলো আঁধারে অভিনয়’ই নয় মঞ্চ, আবহ, নির্দেশনা সবেতেই পরিচালক দেবাশিষ বাবুর মুন্সিয়ানা স্বীকার করতেই হয়।

রাজ্যের বিভিন্ন জেলার তরুণ অভিনেতা-অভিনেত্রী’গণ ছাড়াও আসাম, উত্তর প্রদেশ ও জম্মু-কাশ্মীরের শিক্ষানবিশ সকল কুশীলব’গণই ভবিষ্যতে অভিনয় জগতে স্থান করে নেবে, তা হলপ করে বলা যায়। নকসার কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস দাস সকলের ভালোলাগার নাটকটি সকলকে দেখার আহ্বান জানান।








