গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল মহা পুনর্মিলন উৎসব
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, আজ গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন ডা: দিলীপ ঘোষের বাগানে রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল মহা পুনর্মিলন উৎসব। রবীন্দ্র নাট্য সংস্থা প্রতি বছর শীতকালীন সময়ে এই মিলন মেলার আয়োজন করে থাকে।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠনের উদ্বোধন করেন মিহিরলাল চক্রবর্তী, রাসমোহন দত্ত, নীরেশ ভৌমিক, পলাশ মণ্ডল, ও পাঁচুগোপাল হাজরা। প্রারম্ভিক বক্তব্য রাখেন মিহীরলাল চক্রবর্তী।
আবৃত্তি পরিবেশন করে আলোকবর্তিকা ভট্টাচার্য্য, আইভী সান্যাল।নৃত্য পরিবেশন করেন অঞ্জলী মৃধা, দিয়া মিস্ত্রি, তিথি রায়, শর্মিষ্ঠা রায়, স্মৃতি চক্রবর্তী, রুমকি দে দিতিকা সর্দার।
দুটি নাটক মঞ্চস্থ হয়, প্রথম নাটক “গান্ধারী” একক অভিনয় করেন স্মৃতি চক্রবর্তী। অন্যটি “মাটির টানে” অভিনয় করেন সমরেশ মল্লিক, শোভন মণ্ডল, স্বাগত দাস, শর্মিষ্ঠা রায়। সঙ্গীত পরিবেশন করে মিহিরলাল চক্রবর্তী, শিল্পী সেন ও সুনীল বিশ্বাস।
বক্তব্য রাখেন রাসমোহন দত্ত, নীরেশ ভৌমিক, পাঁচুগোপাল হাজরা, প্রদীপ ভট্টাচার্য। অতীত স্মৃতি চারণ করে প্রাক্তনী শুভ বিশ্বাস, অনামিকা সরকার, অনিমা চ্যাটার্জী। সবশেষে সকলকে ধন্যবাদ জানান সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য্য।