জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

গোবরডাঙ্গা রূপান্তর এর স্কুল ভিত্তিক নাট্যকর্মশালা

নীরেশ ভৌমিক : গত ১লা সেপ্টেম্বর ২০২৩ হাবরার জানাফুল হাইস্কুলে একদিনের এক নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। স্কুলের প্রায় ২৫ জন ছাত্রছাত্রী নিয়ে এই মনোজ্ঞ নাট্য কর্মশালায় নাটকের অ আ ক খ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রূপান্তর নাট্যগোষ্ঠীর বিশিষ্ট প্রশিক্ষকগণ ।

যেমন অভীক দা, স্বরূপ দেবনাথ ,সুবীর নারায়ন দাস এবং দেবদত্ত কর্মকার । আরো ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক এবং অভিনেতা সুমন চ্যাটার্জী। শিক্ষিকা শিল্পী দেবনাথ এর তত্ত্বাবধানে সমগ্র নাট্য কর্মশালাটি সার্থক হয়ে ওঠে।

সকাল ১১টায় শুরু হয়, নাট্য কর্মশলায় অভিক দা এবং স্বরূপ দেবনাথ ছাত্র-ছাত্রীদের মধ্যে নাটকের অভিনয়ের গুনাগুন শিক্ষার মাধ্যমে আলোকপাত করেন। ছাত্র-ছাত্রীরা মহা আনন্দে অভিনয়ের মাধ্যমে প্রস্তুত করে অসামান্য সঙ্ঘবদ্ধ নাটক। সুবীর নারায়ন দাস বাচিক অভিনয় নিয়ে আলোচনাও করেন।

বিদ্যালয়ের শিক্ষক সুমন চ্যাটার্জী বলেন ,নাটক শিক্ষাএডুকেশনের মধ্যেই পড়ে তারও ব্যাখ্যা করেন। বিকাল চারটার সময় ওই একদিনের নাট্যকর্মশালাটি ছাত্রছাত্রীদের মহা উদ্দীপনার মাধ্যমে সমাপ্ত হয়। প্রসঙ্গত রূপান্তরের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শংসাপত্র দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *