গ্যাংরেপের শিকার হল চোরাই পথে আসা বাংলাদেশের এক নাবালিকা।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সীমান্তবর্তী বাগদার হরিহরপুর গ্রামে গ্যাংরেপের শিকার হল বাংলাদেশের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বাগদার হরিহরপুর গ্রামে। মেয়েটি একজন অন্য ধর্মের ছেলেকে ভাল বেসে তার হাত ধরে দেশ ছেড়ে ইন্ডিয়াতে এসে সুখের নীড় রচনা করতে চেয়েছিল। তার নাম শান্তা গাজী(১৭)। পিতার নাম নূর হোসেন গাজী। বাংলাদেশের শরিয়তপুর জেলার রাজ নগরে তার বাড়ি। মেয়েটি অবশ্য সাংবাদিককে দেওয়া জবানবন্দিতে বলে সে বাড়ি থেকে রাগারাগি করে বাংলাদেশের এক ব্যক্তির সহযোগিতায় বাগদার সীমান্তবর্তী হরিহরপুর গ্রামের প্রখ্যাত কালোবাজারি ও ধূড় পাচারকারী শরিফুল ইসলাম মল্লিক ওরফে ‘শরি’ এর মাধ্যমে ২২ হাজার টাকা দিয়ে চোরাই পথে সীমান্ত অতিক্রম করে গত ১৪ই অক্টোবর বাগদার সীমান্তবর্তী গ্রামে শরির বাড়িতে ঢুকেছিল।
তারপর শরির লোকজন সঙ্গের লোকটাকে মারধরের মাধ্যমে ভাগিয়ে দিয়ে শুরু করে লাগাতার গনধর্ষন। ১৫ই অক্টোবর জ্ঞান হারায় মেয়েটি। পরে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় লোকাল ডাক্তার দেখিয়ে সুস্থ করা হয়। জানা গেছে এই খবর পেয়ে জনৈক সাংবাদিক ঘটনাস্থলে গেলে ওই গ্রামের মেম্বারের স্বামী খরটা না করার জন্য বলেন। তিনি আরও বলেন, খবর হলে আসামীদের বড় ধরনের সাজা হবে। প্রশাসন ও রাজনৈতিক মহলে কথা হয়েছে এটা তারা সালিসের মাধ্যমে মীমাংসা করে দেবে। তারপর খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। পুলিশ গ্রেফতার করে মুল অভিযুক্ত শরিফুল মল্লিক ওরফে শরি সহ তার এক সাগরেতকে, বাকি অভিযুক্তরা পালাতক। মেয়েটিকে পুলিশ উদ্ধার করে হোমে পাঠিয়েছে বলে জানা গেছে। বাগদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আসামীদের গ্রেফতার করা শুরু করেছে।