চরমন্ডল শাদ্বল সাংস্কৃতিক চক্রের রজতজয়ন্তী বর্ষ উদযাপন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের চরমন্ডল অমৃত পিয়াসী শাদ্বল সাংস্কৃতিক চক্রের রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে মানবের চিরন্তন সনাতনী তিয়াসে বর্ষ ব্যাপী নানা অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে ৩ দিনের জন্য আয়োজন করেছে, লালন – বিজয় সংগীত মেলা ও লোকউৎসবের। আজ সকালে সাঁওতালি নৃত্যের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, এস.ডি.পিও সুকান্ত হাজরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ক্লাবের সদস্য সদস্যারা। আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় ‘শাদ্বল স্মরনিকার’। অনুষ্ঠানিক ভাবে ৪ জন বিশেষ ব্যক্তিত্ত্বকে প্রদান করা হয় মানপত্র। বিশেষ অতিথিদেরকে ব্যাচ ফুলের তোড়ার সাথে প্রদান করা হয় মেমেন্টো।
রজতজয়ন্তী বর্ষের অন্তিম লগ্নের ৩ দিনের ঠাসা অনুষ্ঠানের শুরুতে এক ছোট্ট শিশু তামান্না বিশ্বাসের কবিতা আবৃত্তি মন কেড়ে নেয় মঞ্চে উপস্থিত অতিথি বৃন্দ ও দর্শক শ্রোতাদের। অনুষ্ঠানের দিন গুলিতে পর্যায়ক্রমে শুরু হবে বসে আঁকো প্রতিযোগিতা, অতিথিবৃন্দের বক্তৃতা, সংগঠনের বয়ঃজ্যোষ্ঠদের স্মৃতিচারণ, থাকছে শাদ্বল সম্মাননা, পর্যায়ক্রমে পরিবেশিত হবে গান, আবৃত্তি, নাচ, শ্রুতি নাটক। পুরুলিয়ার ছৌ নাচ, রক্তদান শিবির, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।
বিভূতির সংসার সংগঠন দ্বারা পরিবেশিত নৃত্য গীত সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান। লোকসংগীত পরিবেশন করবেন মনসুর ফকির। মহিলাদের জন্য থাকছে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ও মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার। সাহিত্য – সংস্কৃতি ও সমাজ সচেতনতার বিষয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে আলোচনা সভা। থাকছে বিজ্ঞান মঞ্চের প্রদর্শনও। ক্লাসিকাল ওয়েস্ট ড্যান্স পরিবেশন করবেন হৃদয় এন্ড বিট।
জলপাইগুড়ি থেকে আসছে ফাইভ ষ্টার বাংলা ব্যান্ড এছাড়াও উৎসব প্রাঙ্গণে আয়োজন করা হবে মেলা ও বাক প্রদর্শনীর।সমগ্রো অনুষ্ঠানটি যাদের উজ্জ্বল উপস্থিতিতে প্রানবন্ত ও সু-সমৃদ্ধ হয় তাঁদের মধ্যে উল্লেখযোগ্য এসডিপিও সুকান্ত হাজরা, সিন্দ্রানি অঞ্চল প্রধান সৌমেন ঘোষ, শিক্ষক শুভংকর সাহা, মধুসূদন বিশ্বাস, শিক্ষক তথা এলাকার লোক সাংস্কৃতির ধারক ও বাহক অনুপ কুমার বিশ্বাস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৌরজিৎ দাস, শুভদীপ রায়, শুভংকর সাহা,
দুটি প্রান লিটল ম্যাগাজিনের সম্পাদক রবীন্দ্রনাথ চৌধুরী, বিশিষ্ট চিত্র শিল্পী রতন সাহা, বাজার কমিটির সভাপতি প্রদিপ বিশ্বাস, এসএস ফাউন্ডেশনের কর্ণধর সুজিত বিশ্বাস, সমাজ সেবক শ্যামল বাডুই, বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা, নলডুগরী বাজার কমিটির সম্পাদক অসিত বিশ্বাস, চরমন্ডল উচ্চ বিদ্যালয়ের সভাপতি দিলীপ বালা প্রমুখ।
চরমন্ডল শাদ্বল সাংস্কৃতিক চক্রের ২৫ বর্ষ পূর্তিতে রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ষ ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সমাপ্তি লগ্নে অনুষ্ঠিত তিন দিনের এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি এলাকার দ্বায়িত্বপ্রাপ্ত সুযোগ্য অফিসারদের মধ্যে অন্যতম এস.ডি.পি.ও সুকান্ত হাজরা তাঁর স্বাগত বক্তব্য প্রদান কালে
উক্ত চক্রের সভাপতি প্রদিপ বিশ্বাস ও সম্পাদক গোলক বিশ্বাসের অসামান্য নির্দেশনায় সুশৃঙ্খল, পরিমার্জিত ও এলাকার আবাল-বৃদ্ধ-বনিতার মন কেড়ে নেওয়ার মত এমন একটা মান-সম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য চক্রের সকলকে ভূয়সী প্রশংসা করেন এবং প্রশাসনিক ভাবে সর্ব্বাঙ্গীন সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।