আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবখেলার খবর।জেলার খবরবিনোদনসর্ম্বধনা

চাঁদপাড়ায় ‘অভয় লায়ন্স’ এর ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবড়ার ‘শ্রীমা ইলেকট্রনিক্স’

নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও এক আকর্ষণীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপাড়ার ঐতিহ্যবাহী অভয় লায়ন্স ক্লাব।

গত ১১ ও ১২ জানুয়ারি স্থানীয় প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ময়দানে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে জেলার ৮টি টিম অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার।

অংশগ্রহণকারী দলগুলি হল হাবড়া শ্রীমা ইলেকট্রনিক্স, সেকাটি বিবেকানন্দ ক্লাব, বামনগাছি ডিএসএ, নিমতলার এএনএ হকার্স টিম, দ্য গ্রিফিক্স, গোবরডাঙ্গা একাদশ, শ্যামনগরের শুভদীপ ও হাবড়া একাদশ।

চূড়ান্ত পর্বের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইতে হাবড়া শ্রীমা ইলেকট্রনিক্স টিম চাঁদপাড়ার সেকাটি বিবেকানন্দ ক্লাবকে ২২ রানে পরাস্ত করে টুর্নামেন্টের সেরার শিরোপা অর্জন করে।

বিজয়ী দলকে যথাক্রমে ৫০ হাজার ১ টাকা এবং বিজিত দলকে ৩০ হাজার ১ টাকা ও দর্শনীয় স্মৃতি ট্রপি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন খেলায় সেরা খেলোয়ারদের আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

মাঠ ভর্তি দর্শক দু’দিন ব্যাপী আয়োজিত টুর্নামেন্টের প্রতিটি খেলা বেশ উপভোগ করেন।শেষ দিনে এই আকর্ষণীয় টুর্নামেন্টের খেলা দেখতে আসেন গাইঘাটার সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার,

পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য, মধুসূদন সিংহ, বাপী দাস, এছাড়াও ছিলেন জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস এবং চাঁদপাড়ার গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস

উপ-প্রধান বৈশাখী বর বিশ্বাস সহ ক্রিকেটপ্রেমী বহু বিশিষ্ট জন। ক্রীড়া প্রেমী অগণিত দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অভয় লায়ন্স ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *