জেলার খবরস্বাস্থ্য

চাঁদপাড়ায় মিলনীর কবিগুরুর জন্মদিনে চারাগাছ প্রদান অনুষ্ঠান

নীরেশ ভৌমিক: রক্তের কোন বিকল্প নেই, মানুষের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়, তাই রক্তদান জীবন দান ও রক্তদান মহৎ দান, এই আদর্শকেই সামনে রেখে বিগত বছরের মত এবারও এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে চাঁদপাড়ার অন্যতম মিলনী অ্যাথলেটিক ক্লাবের সদস্যগণ।

গত ৯ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিনে ক্লাবগৃহে অনুষ্ঠিত রক্তদান শিবিরে এদিনের প্রচন্ড তাপপ্রবাহকে উপেক্ষা করেও ২৭ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন।

উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শিবিরে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা, সমাজকর্মী কপিল ঘোষ, অশোক সাহা, অভিজিৎ বিশ্বাস, রাখাল বনিক, শতদল সানা, গোবিন্দ সাহা প্রমূখ।

ক্লাব সভাপতি সঞ্জয় সাহা সম্পাদক কুন্তল দে ও অন্যতম সংগঠক শিক্ষক ঘোষ উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহের দিনেও রক্তের সংকট কাটাতে মিলনী ক্লাবের সদস্যগণের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ক্লাব সদস্যগণ এদিন কবি প্রণাম ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন এবং সেই সঙ্গে এদিন রক্তদাতা সহ উপস্থিত মানুষজনের হাতে আম গাছের চারা তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এলাকাবাসী মিলনী ক্লাবের নানান সামাজিক ও সেবামূলক কর্মসূচীকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *