চাঁদপাড়ার দীঘায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো গ্রামশ্রী লোক উৎসব
নীরেশ ভৌমিক: জাতীয় যুব সপ্তাহ উপলক্ষে চাঁদপাড়ার দীঘা বিদ্যাসাগর সাংস্কৃতিক সংস্থা আয়োজিত গ্রামশ্রী লোক উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হলো দীঘা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে। মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে দু’দিন ব্যাপী আয়োজিত লোক উৎসবের সূচনা করেন ব্রহ্মচারীণী অসীমা মাতাজী।
জাতীয় যুব সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও বিদ্যাসাগর ও যুগনায়ক স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষক চম্পক সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কৃষ্ণ ঘোষ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনসাস্থ্য কর্মাধ্যক্ষ বাপী দাস, স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান লক্ষী ঘোষ, গ্রামবাসী সন্তোষ ঘোষ, বংশীলাল দাস ও সমাজসেবি সংস্থা বেডস এর রাজ্য সম্পাদক শেখ সাজাহান প্রমূখ।
সংগঠনের সম্পাদক ত্রিদিব মন্ডল সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সদস্য’গণ সকলকে উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে উদ্যোক্তাদের মহতী প্রয়াসকে সাধুবাদ জানান। সংস্থার সদস্যা’গণের উদ্বোধনী নৃত্য ও পুরুলিয়া জেলা থেকে আগত শিল্পী’গণের ছৌ-নৃত্যের প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
দু’দিন ব্যাপী আয়োজিত উৎসবে লোকসংগীত, ছড়ার গান, যেমন খুশি সাজো ছাড়াও ছিল অঙ্কন ও যোগাসন প্রতিযোগিতা। ছিল স্থানীয় শিল্পী সহ পূরবী মেঘনৃত্য সংস্থার নৃত্যশিল্পীদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। পুরুলিয়ার ছৌ-নাচ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজু দেবনাথ এর লোকগানের অনুষ্ঠান। এছাড়াও ছিল বিনাব্যয়ে চিকিৎসা শিবির ও দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পুস্তক প্রদান। নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতা এবং মনোজ্ঞ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে এবারের গ্রামশ্রী লোক উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।