জেলার খবরস্বাস্থ্য

চাঁদপাড়া বি এম পল্লী যুব শক্তির রক্তদান, চক্ষু পরীক্ষা শিবির ও মনোজ্ঞ অনুষ্ঠান

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গ্রীষ্মের দিনের রক্তের সংকট দূর করতে বিগত বছরের মতো এবারও গত ৮ এপ্রিল এক সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে চাঁদপাড়া বি এম পল্লীর যুবশক্তি সংগঠনের সদস্যবৃন্দ।

এদিন মধ্যাহ্নে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বনগাঁ দক্ষিণের প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, সহ-সভাপতি ইলা বাকচি, প্রাক্তন সদস্য আশুতোষ সরকার, স্থানীয় পুরুষেরা গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ,

সদস্য দুলাল মিত্র, সমাজকর্মী উত্তম মন্ডল, তাপস চৌধুরী এবং শিক্ষক শ্যামল বিশ্বাস প্রমূখ। উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন। বিশিষ্টজনেরা সকলে চক্ষু পরীক্ষা শিবির এবং গ্রীষ্মকালীন রক্তের অভাব ঘোচাতে

যুব শক্তির সদস্যদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সেই সঙ্গে সাধারণ মানুষের সেবায় আগামী দিনেও এধরনের কর্মসূচী সংগঠিত করার আহ্বান জানান। যুবশক্তির অন্যতম সংগঠক সমাজসেবি মলয় দাস জানান,

এদিনের আয়োজিত শিবিরে বারাসাত হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীগণ মোট ৪৪ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। বারাসাত রেনুকা আই ইনস্টিটিউ এর চিকিৎসকগণ বিনা পারিশ্রমিকে ৭২ জন চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়া অপরাহ্নে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

এবং এলাকায় মশা ও ডেঙ্গু প্রতিরোধে দুঃস্থ মানুষজনের মধ্যে মশারি বিতরণ করা হয়। সন্ধ্যায় দূরদর্শনের জি বাংলার বিশিষ্ট নৃত্যশিল্পী পাড়ার মেয়ে ছোট শিঞ্জিনি সরকার এবং কোরিওগ্রাফার অরূপ ও মৃন্ময়কে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন উদ্যোক্তারা। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠানে এলাকার বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের উপস্থিতি চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *