আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

চাকদহ কলাকেন্দ্র থিয়েটার গ্রুপের নাট্যসন্ধ্যা

নীরেশ ভৌমিক : চাকদহ কলাকেন্দ্র থিয়েটার গ্রুপ, তাদের নাট্যচর্চার পথচলা শুরু ২০১৯সালে। কিন্ত ইতিমধ্যেই ভাল নাট্য নির্মাণ ও আন্তরিক নাট্যচর্চার জন্য একটি পরিচিত নাম হয়ে উঠেছে। গত ২১শে ডিসেম্বর ২০২৪ , চাকদহ সম্প্রীতি নাট্যমঞ্চে কলাকেন্দ্র থিয়েটার গ্রুপ এক নাট্য সন্ধ্যার আয়োজন করে।

এটা ছিল তাদের তৃতীয় বর্ষের আয়োজন। নাট্যপিপাসু দর্শকদের এবং সংস্থার সকল সদস্য-সদস্যাদের আর্থিক সহযোগিতায় চাকদহ কলাকেন্দ্র থিয়েটার গ্রুপের এই তৃতীয় বর্ষের নাট্যসন্ধ্যার আয়োজন। নাট্যসন্ধ্যার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন, দেবাশিস সরকার (নাট্য পরচিালক, ইউনিটি মালঞ্চ), দেবাশিস বন্দ্যোপাধ্যায় (সম্পাদক, গ্রুপ থিয়েটার পত্রিকা),

প্রতুল কুণ্ডু (প্রকাশক, গ্রুপ থিয়েটার পত্রিকা), শিবংকর চক্রবর্তী (নাট্যকার), সুভাষ মৈত্র (নাট্যব্যক্তিত্ব) প্রমূখ। সকলের উজ্জ্বল উপস্থিতিতে প্রদীপ প্রোজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ চাকদহ কলাকেন্দ্রের এই আয়োজনকে সাধুবাদ জানান। এরপর পর পর দুটি নাটক মঞ্চস্থ হয়।

প্রথম চাকদহ কলাকেন্দ্র থিয়েটার গ্রুপ প্রযোজিত নাটক ‘ শঙ্কর বিল ‘। পরিবেশ রক্ষার দায়িত্ববোধ ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার লড়াই এই নাটকটির মূল বিষয়। শিবংকর চক্রবর্তীর নাটক রচনা ও শ্যামল কুমার মজুমদারের নির্দেশনায় এবং রঞ্জুশ্রী সাহা, বেলা দে, রঞ্জিত সরকার, দীপঙ্কর নন্দী, দুলাল সাহা, প্রশান্ত মন্ডল,

শ্যামল মজুমদার , রঞ্জন পান্ডে , দেবাঞ্জন পান্ডে, উপাসনা সোম, সকলের যথাযথ অভিনয়ে এবং নারায়ণ দেবনাথের আলোক পরিকল্পনায় ও তাপ দাসের আবহে নাটকটি সামগ্রিক রূপে বেশ ভাল লাগল, দর্শক প্রশংসিতও হল।

সময়ের দাবিতে এ নাটক আরও মঞ্চস্থ হওয়ার প্রয়োজন। এদিনের দ্বিতীয় তথা শেষ নাটক হালিশহর ইউনিটি মালঞ্চ প্রযোজিত দর্শক প্রশংসিত মঞ্চ সফল নাটক ‘নিশিকুটুম ‘। নাটক কল্যাণ চট্টোপাধ্যায়, নির্দেশনায় দেবাশিস সরকার।

চাকদহ কলাকেন্দ্রে থিয়েটার গ্রুপের এই আয়োজন যথেষ্ট দর্শকের উপস্থিতিতে সফল আয়োজন। গ্রুপের পক্ষ থেকে জানানো হয় আগামী ২০২৫এর মার্চ মাসে আয়োজিত হতে চলেছে চতুর্থ বর্ষের নাট্য প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *