হাবড়া গার্লস হাই স্কুল প্রতিষ্ঠার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ছয় মাসের প্রযোজনা ভিত্তিক মূকাভিনয় কর্মশালা হল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের

নীরেশ ভৌমিক : মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর পরিচালনায় গত ৩ জুলাই ২০২৫ থেকে ৩ জানুয়ারি ২০২৬ হাবড়া গার্লস হাই স্কুলে হয়ে গেল একটি ছয় মাসের প্রযোজনা ভিত্তিক মূকাভিনয় কর্মশালা।

একজন আদর্শ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ গড়ে ওঠার জন্য পুঁথিগত শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার গুরুত্ব এবং তার মাধ্যমে আর্দশ চরিত্র গঠনের কাজে সচেষ্ট হয়েই বিদ্যালয় কর্তৃপক্ষ এমন একটি কর্মশালা আয়োজনের জন্য ইমন মাইম সেন্টার-কে দায়িত্ব দেন।

কর্মশালার প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর পরিচালক ধীরাজ হাওলাদার। সহযোগীতায় ছিলেন ইমনের বন্ধু লাল্টু সেন, সৃজা হাওলাদার, অনুপ মল্লিক, সুজিত বণিক, সীমা মাহেলী, জয়ন্ত সাহা সহ ইমনের আরো বন্ধুরা।

৮ম থেকে ১০ম শ্রেণীর মোট ২০জন ছাত্রী অংশগ্রহণ করে এই কর্মশালায়। ৩জানুয়ারি ২০২৬ বিদ্যালয় প্রতিষ্ঠার প্ল্যাটিনাম জয়ন্তী-র অনুষ্ঠানে কর্মশালার মাধ্যমে তৈরি মূকাভিনয় প্রযোজনা “ও আমার দেশের মাটি” মঞ্চস্থ করা হয়।

সমগ্র আয়োজন ও ইমন মাইম সেন্টার এর সঙ্গে সর্বাঙ্গীন সহযোগিতার মাধ্যমে কর্মশালাটি সার্থক ও সাফল্যমন্ডিত করে তুলেছেন হাবড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রত্না সুর বিশ্বাস ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবদাস চ্যাটার্জী সহ সকল শিক্ষিকারা।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই ছাত্রীদের এই নতুন প্রচেষ্টা ও তার সঙ্গে ইমন মাইম সেন্টার-এর এই প্রচেষ্টার প্রসংশা করেন। বিদ্যালয়ের তরফ থেকে প্রতিমাসে একটি মূকাভিনয়-এর ক্লাস চালু করার কথাও ঘোষণা করা হয়।

একই সঙ্গে উল্লেখ্য বিদ্যালয়ে এই প্ল্যাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে ৫ডিসেম্বর মছলন্দপুর ইমন মাইম সেন্টার তাদের নিজস্ব মূকাভিনয় প্রযোজনা মঞ্চস্থ করে সকলের ভূয়সী প্রশংশা অর্জন করে।










