রাজ্যসাহিত্য ও সংস্কৃতি।

জলপাইগুড়ি স্বপ্নচরের সহজ পাঠশালার সাংস্কৃতিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ২৮ জানুয়ারি, জলপাইগুড়ির চা বাগানে ঘেরা কৃষিবাগান গ্রামের প্রাথমিক বিদ‍্যালয়ের সবুজ মুক্ত প্রাঙ্গণে প্রায় চল্লিশ জন রাজবংশী শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো স্বপ্নচরের (জলপাইগুড়ি শাখা)সহজপাঠশালার এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,”ভারতবর্ষ সূর্যের এক নাম।”

এই অনুষ্ঠানে স্মরণ করা হয় স্বামীজি,নেতাজি,জাতির জনক সহ কবি মধুসূদন দত্তকে।শিশুদের গাওয়া “একলাচলো” সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে র উদ্বোধন ঘটে। আয়োজন করা হয়েছিল একটি অঙ্কনমেলার। গ্রামের অন‍্যান‍্য শিশুদের নাচে-গানে -কবিতাবৃত্তি তে মুখরিত হয়েছিল প্রাঙ্গণ। সবশেষে সহজপাঠশালার শিশুরা পরিবেশন করেছিল “গাহি সাম‍্যের গান” শিরোনামে একটি কবিতা-গীতি-নৃত‍্য আলেখ‍্য।

সঙ্গীত ও পরিচালনায় ছিলেন সুদীপ্তা দাস ও সৌমি সিনহা।অভিনয়ে-আয়ূষি,শরণ‍্যা,প্রিয়তম,প্রণয়,অনুপম,আদিত‍্য,লাবণি, লাকি,গণেশ,নন্দীনি ,রিদম,অঙ্কিতা,অমৃতা।উপস্থিত ছিলেন উক্ত অঞ্চলের পঞ্চায়েত উপপ্রধান শ্রী ক্ষিতীশ রায়।প্রসঙ্গত, এই জানুয়ারি মাসেই প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি, ত্রয়ী মনীষীর আবির্ভাব ও বাপুজির প্রয়াণ দিবস।

তাঁদের স্মরণ করতেই স্বপ্নচরের এই উদ‍্যোগ।প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে র শুভ সূচনা ঘটান গ্রামের গৃহবধূ ও মহিলা চা পাতা শ্রমিকরা। উল্লেখ্য স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ক্ষিতীশ রায় জানান —’প্রত‍্যন্ত গ্রামে এসে শিশুদের নিয়ে এমন একটি উন্মুক্ত সাংস্কৃতিক পরিসর গড়ে তোলা সত্যিই প্রশংসনীয় কাজ। এর জন্য তিনি স্বপ্নচর নাট‍্য সংগঠনের সকল কুশীলবদের আন্তরিক ধন‍্যবাদ জ্ঞাপন করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *