জেলার খবরশিক্ষা

জাতীয় বিজ্ঞান দিবস” উদযাপন উপলক্ষ্যে এষণা পরিবারের উদ্যোগে উদ্বোধন হলো বিজ্ঞান ও পরিবেশ সচেতনতা প্রসার বিষয়ক ক্যানোপী

নীরেশ ভৌমিক: ২৮ এ ফেব্রুয়ারি এষণা পরিবারের উদ্যোগে বারাসাত কলোনি মোড় পার্শ্বস্থ পুরানো SP office এর আগে “জাতীয় বিজ্ঞান দিবস” উদযাপন উপলক্ষ্যে প্রথম পর্বের কর্মসূচিতে একটি বিজ্ঞান ও পরিবেশ সচেতনতা প্রসার বিষয়ক ক্যানোপী (স্টল) র উদ্বোধন হলো স্থানীয় বেশকিছু সমমনস্ক বিশিষ্ট জনের উপস্থিতিতে ।

এই পর্বে কাজীপাড়া প্রত্যুষের কর্ণধার ড. অনিরুদ্ধ চক্রবর্তী , প্রাক্তন শিক্ষক সত্যজিৎ ভট্টাচার্য , অসীম বসাক, গোপাল ব্যানার্জী , নাট্য ব্যক্তিত্ব – শিক্ষক – ক্যান্সার প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব উত্তম সাহা, সংগঠক শেখর কাঞ্জিলাল, পৌর প্রতিনিধি ডা. সুমিত সাহা, শিল্পী বিবেক দাশগুপ্ত , রথীন কর্মকার , নাট্যব্যক্তিত্ব মানস চক্রবর্তী, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অপূর্ব ঘোষ সহ আরো বেশ কিছু মানুষের আন্তরিক উপস্থিতি ও আজকের দিনে এই ক্যানোপি উদ্বোধনের প্রাসঙ্গিকতা বিষয়ে তাঁদের বক্তব্য আজকের দিনটাকে অন্য মাত্রা দেয় ।

সম্পূর্ন অনাড়ম্বর অথচ প্রাসঙ্গিক এই উদ্যোগের প্রশংসা করে উপস্থিত পথচারী ও দোকানদার সহ সকলেই । এদিনের দ্বিতীয় পর্বের কর্মসূচি পূর্ব বারাসাত হাইস্কুলের আগে হরি মোহন নাথ আদর্শ বিদ্যাপীঠ এ এক সচেতনতা মূলক অনুষ্ঠানে পরিবেশ ও বিজ্ঞান মনস্কতা প্রসারের উদ্যোগ নেওয়া হয় । এষণা পরিবারের প্রাণপুরুষ অভিভাবক প্রয়াত হরিপদ দে র সপ্তম প্রয়াণ বার্ষিকীতে তাঁকে তর্পণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ।

তাঁর কনিষ্ঠ পুত্র শিক্ষক অরিন্দম দে ও তার সহধর্মিণী অঞ্জন দে এই বিদ্যালয়ের প্রায় চার শত ছাত্র ছাত্রীর সামনে হাতেকলমে প্লাস্টিক ব্যবস্থাপনা , বিকল্পের সন্ধান দেওয়ার সাথে সাথে এই বিজ্ঞান দিবস এ বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির প্রয়াসে কুসংস্কার বিরোধী এক আকর্ষণীয় যুক্তি ভিত্তিক অনুষ্ঠান পরিবেশন করেন । ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির নেওয়া হবে যাতে বিজ্ঞান দিবসেই সব প্রয়াস বন্ধ না হয়ে যায় । এই সকল কাজে অরিন্দম বাবু ও তার এষণা পরিবার ও PRISM এর সকলে সকল সম মনস্ক ও সচেতন মানুষকে পাশে পেতে চান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *