জেলা যোগাসন প্রতিযোগিতায় সাফল্য বনগাঁর অঙ্কিতার
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, ওয়েস্টবেঙ্গল স্টেট যোগা কালচার এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ও নর্থ ২৪ পরগণা ডিস্ট্রিক যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয় গত ১৮ ডিসেম্বর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী প্রতিযোগী এদিন ব্যারাকপুর মহকুমার ইছাপুরে আয়োজিত যোগাসন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
প্রতিযোগিতায় ১০-১৫ বৎসর বয়সী এজ গ্রুপে অংশ নিয়ে বনগাঁ মহকুমার চাঁদপাড়ার অঙ্কিতা বালা দ্বিতীয় স্থান লাভ করে। উদ্যোক্তারা অঙ্কিতার হাতে সুদৃশ্য টুপি ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে গত আগষ্ট মাসে জেলা সদর বারাসাতে অনুষ্ঠিত ন্যাশনাল যোগাসন স্পোর্টস ফেডারেশন আয়োজিত এবং ভারত সরকারের ইয়ুথ এ্যাফেয়ার্স এন্ড
স্পোর্টস স্বীকৃত উত্তর ২৪ পরগণা জেলা স্পোর্টস চ্যাম্পিয়ন শিপে অঙ্কিতা দ্বিতীয় স্থান লাভ করে নিজের মহকুমার মুখ উজ্জ্বল করে। অঙ্কিতার একের পর এক সাফল্যে খুশি তাঁর প্রশিক্ষক প্রসেনজিৎ দত্ত এবং পিতা মাতা সহ পাড়া প্রতিবেশীগন। সকলেই যোগাসনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।