ঠাকুরনগরে সাড়ম্বরে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক কলাভূমি উৎসব
নীরেশ ভৌমিক : ঠাকুরনগর খেলার মাঠে গত ১৯-২১ জানুয়ারি মহা-সমারোহে অনুষ্ঠিত হয় তৃতীয় বার্ষিক কলাভূমি উৎসব। ১৯ তারিখ সন্ধ্যায় তিন দিন ব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বনগাঁ দক্ষিণের ভূতপূর্ব বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস।
সংস্থার কর্ণধার কৃষ্ণ বণিক সকলকে স্বাগত জানান। কলাভূমির সদস্য নৃত্যশিল্পী’গণ বিশিষ্টজনদের পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির প্রসারে নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান ঠাকুরনগর কলাভূমি ও নৃত্য প্রশিক্ষক কৃষ্ণ বণিকের উদ্যোগকে সাধুবাদ জানান।
তিন দিনব্যাপী আয়োজিত কলাভূমির উৎসবে সংস্থার ছোট-বড় নৃত্যশিল্পী’গণ পরিবেশিত নৃত্যশৈলী সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। ‘আগুনের এই পরশমণি’ সংগীতের সাথে নৃত্য শিক্ষক কৃষ্ণ বণিক পরিবেশিত উদ্বোধনী নৃত্য এবং তাঁরই নির্দেশনায় পরিবেশিত শাস্ত্রীয় নৃত্যশৈলী কত্থক উপস্থিত দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে।
বর্ষীয়ান নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক পুলক আদিত্য পরিবেশিত নৃত্যানুষ্ঠান এবং প্রখ্যাত নৃত্যশিল্পী অপূর্ব লালা গাইন পরিবেশিত ‘ও গঙ্গা তুমি বইছো কেন’ সংগীতের সাথে নৃত্যানুষ্ঠান সমবেত দর্শক সাধারনের মনের মনিকোঠায় স্থান করে নেয়।
উৎসবে সনামখ্যাত আবৃত্তিকার বাবুলাল সরকার ও মলিত্রা সাহার কন্ঠের আবৃত্তি এবং বিশিষ্ট যোগ প্রশিক্ষক গণেশ পালের যোগ শিক্ষার্থীদের যোগ প্রদর্শন উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। শেষ দিনে কৃষ্ণ বণিক ও অপূর্ব লাল গাইনের নির্দেশনায় কলাভূমির শিক্ষার্থী’গণ পরিবেশিত নৃত্যনাট্য ‘হিংসুটে দৈত্য’ সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।
এছাড়াও ছিল নৃত্য শিক্ষক অপূর্ব কৃষ্ণের নির্দেশনা সংস্থার নৃত্যশিল্পীদের পরিবেশনায় কবি শুকচাঁদ সরকারের কবিতা অবলম্বনে নৃত্য আলেখ্য ‘কালো মেয়ে’ সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। সবকিছু মিলিয়ে কলাভূমি তৃতীয় বর্ষের কলাভূমি উৎসব সার্থকতা লাভ করে।