ঠাকুরনগরে সাড়ম্বরে শুরু হল মাইম একাডেমীর সাংস্কৃতিক কর্মশালা

নীরেশ ভৌমিক : জেলার অন্যতম সাংস্কৃতিক সংস্থা ঠাকুরনগর মাইম একাডেমী অফ কালচার এর ২২ তম বার্ষিক সাংস্কৃতিক উৎসবের প্রাক্কালে গত ১৩ মার্চ সাড়ম্বরে শুরু হল সাংস্কৃতিক কর্মশালা। এদিন মধ্যাহ্নে সংস্থার জানকী মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন একাডেমীর সভাপতি প্রাক্তন সাংসদ ডঃ অসীম বালা।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঝর্ণা মন্ডল, সঙ্গতে ছিলেন প্রখ্যাত তবলা বাদক দীপক মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রেমী বিদ্যুৎকান্তি মন্ডল, স্বনামখ্যাত নাট্য ব্যক্তিত্ব অয়ন চ্যাটার্জী, প্রখ্যাত নৃত্য শিল্পী জয়ন্ত বিশ্বাস প্রমুখ।

একাডেমীর কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা চন্দ্রকান্ত শিরালী উপস্থিত সকলকে স্বাগত জানান। সংস্থার সদস্য’গণ বিশিষ্টজনদের পুষ্পস্তবকে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে তাঁদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে ঠাকুরনগর মাইম একাডেমী ও তার কর্ণধার চন্দ্রকান্ত শিরালীর মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

একাডেমীর সম্পাদক শ্রী শিরালী জানান, কর্মশালা শেষে আগামী ২১-২৩ মার্চ এই মঞ্চেই ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় ২২ তম বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।








