আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

বিনোদনরাজ্য

ঠাকুরনগর থিয়েট্রিক্সের মূকাভিনয় কোচবিহার ও গোবরডাঙ্গায়

নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের অন্যতম মুখ সাংস্কৃতিক সংস্থা ঠাকুরনগর থিয়েট্রিক্স জেলা তথা রাজ্যের মাইম মূকাভিনয় এর জগতে অন্যতম নাম। থিয়েট্রিক্স এর কর্ণধার জগদীশ ঘরামী সম্প্রতি মূকাভিনয় করে এলেন উত্তরবঙ্গে।

কোচবিহার এর ছায়ানীড় সংস্থার আহ্বানে জগদীশ ঘরামী পরিবেশিত মূকাভিনয়ের অনুষ্ঠান সমবেত দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে। অন্যদিকে গত ১৪ জানুয়ারি গোবরডাঙ্গার খাঁটুরা চিত্তপটের আহবানে শিল্পায়ন স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত নাট্য উৎসবে মূকাভিনয়

পরিবেশন করেন জগদীশ ঘরামী বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ বাবুর মূকাভিনের অনুষ্ঠান উপস্থিত ছোট-বড় সকল দর্শককে মুগ্ধ করে। দুটি অনুষ্ঠানেই স্বনামখ্যাত মূকাভিনেতা শ্রী ঘরামীর মূকাভিনয় উপস্থিত দর্শক মন্ডলীর মনের মনিকোঠায় স্থান করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *