ঠাকুরনগর বর্ণমালার প্রতিষ্ঠা দিবসে নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গত১৯ এপ্রিল ছিল ঠাকুরনগরের অন্যতম সংস্কৃতিক সংস্থা বর্ণমালা আর্ট এন্ড কালচারাল একাডেমীর প্রতিষ্ঠা দিবস।
এদিন সন্ধ্যায় বড়া গ্রামের বর্ণমালা অঙ্গনে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত সংস্থার ৮ বার্ষিক প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন বর্ণমালার প্রাণপুরুষ ইন্দ্রনীল ঘোষ।
উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক ও সংস্থার সংগীত শিক্ষক দেবদাস বাইন প্রমূখ। সংস্থার কর্ণধার ইন্দ্রনীলবাবু সকলকে স্বাগত জানান।
শিক্ষক নীরেশ বাবু সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে বর্ণমালা ও তার কর্ণধার ইন্দ্রনীলবাবুর ঐকান্তিক প্রয়াসের প্রশংসা করে বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে বর্ণমালার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
সংগীত শিক্ষক শ্রী বাইনের কণ্ঠে বর্ণমালাকে নিয়ে তাঁরই রচিত সংগীতের মধ্য দিয়ে আয়োজিত সংস্থার জন্মদিনের অনুষ্ঠানের সূচনা হয়। নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক তন্ময় প্রসাদ। শিক্ষার্থী অঙ্কুর রায়ের গাওয়া গান সকলের প্রশংসা লাভ করে।
কচি-কাঁচাদের সমবেত নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। সংস্থার নৃত্য শিল্পীদের আদিবাসী নৃত্যের অনুষ্ঠান এবং সবশেষে জনপ্রিয় বাংলা গানের সাথে সংস্থা নৃত্য শিল্পীদের নৃত্য কোলাজ উপস্থিত দর্শক মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে।