আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানখেলাখেলার খবর।বিনোদনশিক্ষা

ডেওপুল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীরেশ ভৌমিক: গত ২০ জানুয়ারি সকালে প্রতিযোগী পড়ুয়াদের মাঠ প্রদক্ষিণ, জিমন্যাস্টিক ও পিরামিড প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় গাইঘাটার ডেওপুল অধর মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, শিক্ষক শ্যামল বিশ্বাস, বিদ্যালয়ের পূর্বতন প্রধান শিক্ষক সুধীর চন্দ্র মন্ডল, প্রাক্তন সম্পাদক দীপক ঘোষ ও বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি বিজয় সরকার প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দেবনাথ উপস্থিত সকলকে অভিনন্দন জানান। বিশিষ্টজনেরা সকলে পড়াশোনার সাথে সাথে খেলাধুলো ও শরীরচর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে মনোজ্ঞ বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রীরা দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, মেয়েদের স্লো সাইকেল রেস ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। ছাত্রীদের তিন পায়ের দৌড় ও ছোটদের বস্তা দৌড় বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগী’গণের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *