তৃনমুল কংগ্রেসের উদ্যোগে পুরনো হেলেঞ্চায় অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল
পারফেক্ট টাইম রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় উৎস সাহা : বাগদা পূর্ব ও পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ পুরনো হেলেঞ্চার মসজিদ পাশ্ববর্তী ময়দানে সাড়ম্বরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলে অসংখ্য স্থানীয় রোজাদার মূসল্লীদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,
তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বনগাঁর পৌরপিতা গোপাল শেঠ, জেলা নেতৃত্ব রতন ঘোষ, বাগদা থানার ওসি উৎপল সাহা, পূর্ব ও পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিদ্বয় যথাক্রমে পরিতোষ কুমার সাহা ও অঘোর চন্দ্র হালদার, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল, সত্যানন্দ সেবাশ্রমের পক্ষে শিক্ষক তপন সরকার প্রমুখ।