দক্ষিণ ২৪পরগণা জেলার বিষ্ণুপুরের নেপালগঞ্জে ইফকোর কৃষক সভা
নীরেশ ভৌমিক : গত ১৭ ডিসেম্বর রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর-১, ব্লকের নেপালাগঞ্জে খুচরো সার ব্যবসায়ীদের সাথে এক সভায় মিলিত হন ভারতবর্ষের প্রথম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্সার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ (IFFCO) কর্তৃপক্ষ।
এদিন অপরাচ্ছে অনুষ্ঠিত সভায় ব্লকের ৩৫ জন খুচরো সার ব্যবসায়ী উপস্থিত হন। সভায় উপস্থিত ইফকোর প্রতিনিধি তথা ক্ষেত্র প্রবন্ধক মিঃ রীতেশ ঝা ইফাফোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি
(তরল) সারের গুনাগুন এবং জমি ও ফসলে ব্যবহারের পদ্ধতি বিশদে তুলে ধরেন। এই সার যাতে এলেকার কৃষকগণ ব্যবহার করে সুফল পান, সে ব্যাপারে কৃষকগণকে অবহিত করানোর জন্য সমবেত সার ব্যবসায়ীগনের উদ্দেশ্যে আহ্বান জানান মিঃ ঝা।
এছাড়া ইফাকোর সাগরিকা, বায়ো ফার্টিলাইজার ও প্রাকৃতিক পটাশ এবং বিভিন্ন কীটনাশকের ব্যবহারের গুনাগুনের ব্যাপারেও আলোকপাত করেন ইফাকোর ফিল্ড ম্যানেজার রীতেশ বাবু।