দক্ষিণ ২৪ পরগণার ভাঙরের চন্দনেশ্বরে ইফকোর কৃষকসভা
নীরেশ ভৌমিক : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গর-১ ব্লকের চন্দনেশ্বরে স্থানীয় ইফকো বাজার কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় এক কৃষক সভা অনুষ্ঠিত হয় গত ১৪ ডিসেম্বর আপরাহ্নে। সভায় এলেকার ৪৫ জন কৃষিজীবি মানুষ উপস্থিত ছিলেন।
সভায় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ (IFFCO) এর কলকাতা জোনালের মার্কেটিং ম্যানেজার ভিনয় মনি ত্রিপঠি উপস্থিত কৃষকদের সামনে ইফাকোর তৈরি বিভিন্ন কীটনাশকের ব্যবহার ও প্রয়োজনীয়তার ব্যাপারে আলোকপাত করেন।
ইফকো- বাজার লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার লাল সাহেব যাদব উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে সাগরিকা ও প্রাকৃতিক পটাশ জমি ও ফসলে ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ব্যাপারে বিশেষ ভাবে আলোকপাত করেন।
সেই সঙ্গে জেলার ক্ষেত্র প্রবন্ধক ইফকোর বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের ব্যাবহার ও গুণাগুন সমন্ধে বিস্তারিত ভাবে তুলে ধরে গঠনমূলক বক্তব্য রাখেন। এদিনের কৃষক সভায় উপস্থিত কৃষকদের মধ্যে ইফাকো আয়োজিত সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।