দক্ষিণ ২৪ পরগণার মধুসূদনচক সমবায়ের সার ব্যবসায়ীদের সাথে ইফকোর কৃষকসভা
নীরেশ ভৌমিক :দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর-২ ব্লকের মধুসূদনচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ- এর সভাকক্ষে ভারতবর্ষের ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ (IFFCO)-এর উদ্যোগে গত ১৮ই ডিসেম্বর স্থানীয় ঘুচরো সার বিক্রেতাগণের এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ব্লকের বিভিন্ন এলেকা থেকে ৫৪ জন খুচরো সার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন, ইফকোর কলকাতা জোনের কৃষি-সেবা প্রবন্ধক অজিত ভট্টাচার্য, তিনি ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তেরল) সারের গুণাগুণ এবং জমি ও ফসলে ব্যবহারের পদ্ধতি বিষয়ে আলোকপাত করেন।
কৃষি ও সার বিশেষজ্ঞ এ ডি এ ডায়মন্ড হারবার মহকুমা, মিঃ মলয় মণ্ডল, মথুরাপুর ব্লক-২ এর এডিএ মিঃ অভিষেক নস্কর সভায় উপস্থিত হয়ে কৃষিতে ইফাকোর ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তরল সার ব্যবহারের গুরুত্ব বিশদে ব্যক্ত করেন।
ইফাকোর দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষেত্র প্রবন্ধক মিঃ রীতেশ ঝা ইফাকোর অন্যতম সাগরিকা, বায়ো-ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ ইত্যাদি সার ও বিভিন্ন কীটনাশক জমি ও ফসলে ব্যবহারের পদ্ধতি ও গুনাগুন বিস্তারিত ভাবে তুলে ধরেন।
উপস্থিত সকল বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞগন ইফাকোর দ্বারা প্রস্তুত ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তরল সার জমি ও ফসলে ব্যবহারের জন্য এলেকার কৃষকগনকে পরামর্শ প্রদানের আহ্বান জানান।