দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ ইফকো কৃষক সভা
নীরেশ জৌমিক : দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং-2 ব্লকের মনসাপুকুর গ্রামে গত ৩০শে অক্টোবর দেশের অন্যতম বৃহত্তম সার উৎপাদনকারী সংস্থা ইফকো আয়োজন করে এক কৃষি বিষয়ক আলোচনা সভার। এদিনের এই কৃষি বিষয়ক আলোচনা সভায় মনসাপুকুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের ৬০ জন কৃষক উপস্থিত ছিলেন।
উক্ত সভায়, ইফকোর ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার এবং ফসলের জন্য শ্রেষ্ঠ ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি (তরল) সারের মূল্য এবং ধান সহ বিভিন্ন ফসলে তাদের ব্যবহারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে কথা বলেন।
এর পাশাপাশি, ইফকোর তৈরী জৈব সার এবং প্রাকৃতিক পটাশ সার ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ ভাবে ব্যক্ত করেন তিনি। ইফকোর ফিল্ড ম্যানেজার মিঃ ঝা উপস্থিত কৃষকদের পরামর্শ দিয়েছেন যে, ইফকোর ন্যানো ডিএপি তরল সার জলে দ্রবীভূত করে হালকা রোদের সময় সকালে বা বিকেলে ফসলে স্প্রে করতে হবে।